shono
Advertisement

দ্রুত সেরে উঠছেন পন্থ, দুর্ঘটনার পরে প্রথমবার জিমে গিয়ে শরীরচর্চা উইকেটকিপারের

চার-পাঁচ মাসে সুস্থ হয়ে যাবেন, আশা পন্থের।
Posted: 10:58 AM May 05, 2023Updated: 10:58 AM May 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার জিমে গিয়ে শরীরচর্চা করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেন উইকেটকিপার ব্যাটার। চলতি আইপিএল ছাড়াও আগামী দিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে আইপিএলের প্রথমদিকে দিল্লি ক্যাপিটালসের বেশ কয়েকটি ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। সতীর্থদের সঙ্গে দেখাও করেন পন্থ।

Advertisement

মাসখানেক আগেও শোনা যাচ্ছিল, পন্থের ফিরতে অনেক সময় লেগে যাতে পারে। তবে ভারতীয় তারকা উইকেটকিপার-ব‌্যাটার খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ঋষভ নিজে আশা করছেন আগামী চার-মাসের মধ‌্যে হয়তো পুরো ফিট হয়ে উঠতে পারেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা প্রভাব ফেলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস?]

সেরে ওঠার পরেই শরীরচর্চায় মন দিয়েছেন ভারতীয় উইকেটকিপার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে জিমের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ঠিক কী ধরনের অনুশীলন করছেন ঋষভ, তা অবশ্য জানা যায়নি। জিমের দেওয়ালের একটি ছবি তুলেছেন পন্থ। সেখানে লেখা রয়েছে, খেলাধুলা আসলে চরিত্র গঠন করে না, চরিত্রের বিকাশ ঘটায়। এই পোস্ট থেকেই অনুমান করা যায়, দ্রুত মাঠে ফিরতে চেষ্টা করছেন পন্থ।

সামনেই জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত। কিন্তু সেখান থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পন্থ। আইপিএল চলাকালীন চোট পেয়ে সেই ম্যাচে অনিশ্চিত পড়েছেন কে এল রাহুলও। চলতি বছরের শেষদিকে দেশের মাটিতেই রয়েছে বিশ্বকাপ। সেখানে ঋষভ খেলতে পারলে শক্তিশালী হবে ভারত, সেকথা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুরে বন্ধ রেল পরিষেবা, সাহায্যের আশ্বাস পড়শি মুখ্যমন্ত্রীদের, উদ্বিগ্ন মমতাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement