shono
Advertisement

Breaking News

ঋতব্রতর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠবে রাজ্য কমিটিতেও

দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাপনের জন্য পার্টির মধ্যে ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ ছিল৷ The post ঋতব্রতর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠবে রাজ্য কমিটিতেও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 AM Feb 21, 2017Updated: 04:00 AM Feb 21, 2017

বুদ্ধদেব সেনগুপ্ত ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক৷ আর সেই বিতর্ককে অস্ত্র করেই সিপিএমের সাংসদ ও ছাত্র নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগার প্রস্তুতি শুরু করল জেলা নেতৃত্ব৷ বিতর্কিত শুধু এই ছাত্র নেতাই নন, তোপের মুখে পড়তে হবে বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদেরও৷ তাঁদের প্রশ্রয়েই ঋতব্রতর বাড়বাড়ন্ত বলে অভিযোগ রাজ্য কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের৷ তাই সুযোগের সদ্ব্যবহার করতে আগামিকাল ও পরশু রাজ্য কমিটির বৈঠকে এই ছাত্র নেতা-সহ রাজ্য পার্টির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জেলা নেতৃত্ব তোপ দাগবেন বলে ইঙ্গিত মিলেছে৷

Advertisement

অন্যদিকে পার্টির যে সদস্য ছাত্র নেতা ছবিটি পোস্ট করেছিলেন, তিনি সোমবার আলিমুদ্দিনে চিঠি মারফত অভিযোগ করেন, ঋতব্রতর অভিযোগের ভিত্তিতে তাঁকে অন্যত্র চাকরি খুঁজে নেওয়ার নির্দেশ দিয়েছে কোম্পানি৷ তাঁর চিঠি আলিমুদ্দিনে পৌঁছতেই পার্টির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে৷ এদিকে দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে হাজির থাকার কথা সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাতের৷

(ঋতব্রতর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, পার্টির অবস্থান নিয়ে প্রশ্ন)

বিতর্কের সূত্রপাত শিলিগুড়িতে ডার্বি ম্যাচের দিন৷ সেদিন কয়েকজন সহকর্মীকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন ঋতব্রত৷ খেলা চলাকালীন ঋতব্রতর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পার্টিরই এক সদস্য৷ ছবিতে দেখা যায়, ঋতব্রতর হাতে ও পকেটে বহুমূল্যের বিদেশি ঘড়ি ও পেন শোভা পাচ্ছে৷ একজন বামপন্থী ছাত্র নেতার এই ধরনের ঘড়ি ও পেন ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন পার্টির ওই সদস্য৷ অভিযোগ, এরপরই ওই পার্টি সদস্যের অফিসে একটি মেল পাঠিয়ে তাঁর চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন ঋতব্রত৷ আর এটা নিয়েই বিতর্ক চরম আকার নেয়৷ সিপিএম সাংসদের এই আচরণে সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রশ্নের ঝড়৷ যে পার্টি সদস্য ফেসবুকে ওই মন্তব্য করেছিলেন তাঁর অফিসের এইচআর বিভাগের এক আধিকারিককে অভিযোগ জানিয়ে মেল করেছিলেন ঋতব্রত৷ সেই মেলের স্ক্রিন শটও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ জানা গিয়েছে, এরপরই ওই সিপিএম সদস্য পাল্টা পদক্ষেপ হিসাবে ঋতব্রতর বিরুদ্ধে সিপিএমের দিল্লি ও রাজ্য নেতাদের কাছে অভিযোগ পাঠিয়েছেন৷ বিতর্ক তুমুল আকার নিতেই নড়েচড়ে বসে সিপিএম পার্টি৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রবিবার জানান, পুরো বিষয়টি দেখে যা করার পার্টির রাজ্য নেতৃত্বই করবেন৷ ইতিমধ্যেই পার্টির তরফেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঋতব্রতর এই কার্যকলাপ পার্টি অনুমোদন করে না৷ ফলে মনে করা হচ্ছে, আলিমুদ্দিনে রাজ্য কমিটির বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠবে৷

দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাপনের জন্য পার্টির মধ্যে ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ ছিল৷ এসব সত্ত্বেও বিভিন্ন সময়ে রাজ্যসভায় দলের এই তরুণ সাংসদকে আড়াল করেছেন শীর্ষ নেতৃত্ব৷ ধৃতরাষ্ট্রের ভূমিকায় দেখা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের৷ এই অভিযোগ পার্টি নেতাদেরই একাংশের৷ কাজেই কাল বুধবার থেকে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে ঋতব্রতকে নিয়ে ঝড় ওঠার ইঙ্গিত মিলেছে৷ সেই ঝড়ের আঁচ শীর্ষ নেতাদের উপরও পড়বে বলে মনে করা হচ্ছে৷

(ভেন্টিলেশনে শুয়ে মাধ্যমিক দেবে কলকাতার কিশোর)

The post ঋতব্রতর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠবে রাজ্য কমিটিতেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement