সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর নিঃশব্দে ‘অপারেশন’ চালিয়েছে ডাকাতদল। ছুটির দিন হওয়ায় কেউ কিছুটি টের পাননি। সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়কগাছ ব্যাঙ্ককর্তাদের। ব্যাঙ্কের স্ট্রংরুমের তিরিশ ভল্ট থেকে উধাও আনুমানিক এক কোটি টাকা! এমনই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগরে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায়।
[ফ্ল্যাটের ভিতর উদ্ধার বলিউড অভিনেত্রীর পচাগলা দেহ]
জানা গিয়েছে, মোদিনগরের কাপড়া মিল এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা আছে। শনি ও ররিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। সোমবার সকালে ব্যাঙ্কের স্ট্রংরুমে সূর্যের আলো দেখতে পান ব্যাঙ্কের কর্মী। সেখানে গিয়ে তিনি দেখেন, স্টংরুমে দেওয়ালে দু’ফুট গর্ত খোঁড়া রয়েছে। তিরিশ লকার ভাঙা হয়েছে। আনুমানিক এক কোটি টাকার সামগ্রী লুট হয়েছে বলে মনে করা হচ্ছে।
[চুরি ও হামলার দায়ে কারাদণ্ড সোনাজয়ী বায়ুসেনা পাইলটের]
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাঙ্কের স্ট্রংরুমের ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে ব্যাঙ্কের কর্মীদে্র সঙ্গেও। জানা গিয়েছে, ব্যাঙ্কের স্ট্রংরুমের পিছনেই একটি ফাঁকা অফিস ঘর রয়েছে। সেখানেই ৯ ইঞ্চি গভীর দেওয়ালে, উল্টোদিকে যেখানে লকার শেষ হয়েছে, তার ঠিক ওপরে দু’ফুট গভীর গর্ত খোঁড়ে ডাকাত দল। সেখান দিয়ে স্ট্রংরুমে ঢোকে তারা। তবে প্রাথমিক তদন্তে এই ঘটনার পিছনে ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থার গলদকেই দায়ী করছে পুলিশ। গাজিয়াবাদের পুলিশ সুপার এস এন সিং বলেন, ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। যদি কোনও দিক থেকে ব্যাঙ্কে ঢোকার চেষ্টা হয়, তাহলে সাইরেন বাজার কথা। কিন্তু কোনও কারণে সাইরেন বাজেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শনিবার বা রবিবার রাতেই এই ডাকাতি হয়েছে।
[এবার গুজরাটেও তৈরি হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’]
The post ব্যাঙ্কের দেওয়ালে গর্ত করে তিরিশটি লকার থেকে কোটি টাকা লুট appeared first on Sangbad Pratidin.