স্টাফ রিপোর্টার: ঐতিহ্যের ডার্বি–সহ টানা তিন ম্যাচে হার। কোনও গোল করেনি দল। উলটে হজম করতে হয়েছে সাত গোল। আপাতত লিগ টেবলের লাস্ট বয়। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) কোচ রবি ফাউলারের (Robbie Fowler) পক্ষে এরপর মেজাজ ঠিক রাখাই মুশকিলের ছিল। আর হলও তাই। রেফারিং–সহ দলের ডিফেন্ডারদের সমালোচনা শোনা গেল তাঁর মুখে। অবশ্যে শেষে জানালেন, বোঝাপড়া তৈরি হলে ফের ঘুরে দাঁড়াবে দল। তবে সেজন্য কিছুটা সময়ও চেয়ে নিলেন তিনি।
শনিবাসরীয় বিপর্যয়ের পর প্রথমেই রেফারির বিরুদ্ধে তোপ দাগলেন লাল হলুদের কোচ। ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে ফাউলার বললেন, “দুটো নিশ্চিত পেনাল্টি দেওয়া হল না। আর রেফারির এমন খারাপ সমস্ত সিদ্ধান্তগুলোর জন্য আমাদের হারতে হল।” সঙ্গে উত্তেজিত সংযোজন, “আমি জানি রেফারি ছাড়া ফুটবল হয় না। কিন্তু এমন পেশাদার লিগে এত খারাপ রেফারিং মেনে নেওয়া যায় না। রেফারির কয়েকটা সিদ্ধান্ত খুবই অপেশাদার ছিল।”
[আরও পড়ুন: নিউজিল্যান্ডে নামতেই কীভাবে করোনা পজিটিভ একসঙ্গে ১০ ক্রিকেটার? তদন্তের নির্দেশ পাক বোর্ডের]
এ তো গেল রেফারিং। আবার দলের পারফরম্যান্স নিয়ে ফাউলার আরও বললেন, “আমরা লড়াই করেছি। কিন্তু পারলাম না। আসলে দলের কয়েকজন ফুটবলারদের শিখতে হবে কখন ডিফেন্ড করতে হয় আর কী ভাবে ডিফেন্ড করতে হয়। তার উপরে দেখলাম দশ গজ থেকেও খারাপ সমস্ত পাস খেলছে ফুটবলাররা। এগুলো স্কুল ফুটবলে হয়।” হারের হ্যাটট্রিকের পরেও অবশ্য ফাউলার আশা রাখছেন খুব দ্রুত পাল্টাবে ছবি। যিনি বললেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে। আরও খাটতে হবে। আমরা ঘুরে দাঁড়াবই। আমি আগেও বলেছি সবেমাত্র তিন সপ্তাহ হল আমরা ট্রেনিং করছি। আরও একটু সময় লাগবে সবার মধ্যে বোঝাপড়া তৈরি হতে।” এরপর ভার আনার প্রসঙ্গে সরাসরি হ্যাঁ না বললেও, পেনাল্টি না দেওয়ার আক্ষেপ আরও একবার শোনা যায় তাঁর গলায়।