shono
Advertisement

তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা

নেটিজেনদের কটাক্ষ, সমালোচনার শিকার গান্ধী পরিবারের জামাই৷ The post তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM May 13, 2019Updated: 05:11 PM May 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাইবাবু রবার্ট বঢরার কার্যকলাপে নির্বাচনের মধ্যেই আবারও অস্বস্তি বাড়ল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেসের৷ রবিবার ভোট দিয়ে সেই ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার বদলে প্যারাগুয়ের পতাকার ইমোজি টুইটারে পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী৷ যাকে ঘিরে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়৷ নেটিজেনদের আক্রমণ, সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত গান্ধী পরিবারের জামাই৷

Advertisement

[ আরও পড়ুন: পুরুষ নয়, ছত্তিশগড়ে প্রমীলা বাহিনীর কাঁধে মাওদমনের গুরুদায়িত্ব ]

রবিবার ষষ্ঠ দফার ভোটে দিল্লিতে ভোট দেন রবার্ট বঢরা৷ এরপর হাতে কালি চিহ্ন দেওয়া ছবি টুইটারে পোস্ট করেন তিনি৷ সঙ্গে লেখেন, ‘‘আমাদের অধিকার, আমাদের শক্তি৷ প্রত্যেরই ভোট দেওয়া উচিত…আমাদের ভালবাসার মানুষদের জন্য একটা সুস্থ ভবিষ্যৎ গড়তে এবং ধর্মনিরপেক্ষ, নিরাপদ দেশ গড়তে, আমাদের সকলের সমর্থন প্রয়োজন৷’’ এই লেখার পাশাপাশি ইমোজিও পোস্ট করেন তিনি৷ আর সেখানেই মারাত্মক ভুল করে বসেন৷ তেরঙ্গার বদলে সেখানে রবার্ট বঢরা ব্যবহার করেন প্যারাগুয়ের জাতীয় পতাকার ইমোজি৷ যাকে কেন্দ্র করে নিন্দা ও কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷

[ আরও পড়ুন:  ‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা ]

নেটিজেনদের কেউ কেউ হাসির খোরাক করেন গান্ধী পরিবারের জামাইকে৷ কেউ ছুঁড়ে দেন বিদ্রুপ৷ একজন বঢরাকে সরাসরি প্রশ্ন করেন, আদৌ তিনি ভারতের জাতীয় পতাকা কেমন দেখতে হয়, তা জানেন কি৷ অন্য একজন দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমেই রবার্ট বঢরা নিজেকে প্যারাগুয়ের নাগরিক বলে ঘোষণা করলেন৷ তবে বিতর্ক মাথাচাড়া দিতেই পোস্টটি ডিলিট করে দেন রবার্ট বঢরা৷ এরপর আরও একটি পোস্ট করেন তিনি৷ সেখানে অবশ্য ভারতের জাতীয় পতাকার সঠিক ইমোজি ব্যবহার করেন তিনি৷

The post তেরঙ্গা চেনেন না রবার্ট বঢরা, ভোট দিয়ে পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement