সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পৌঁছেই ইতিহাস গড়েছিলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপন্না। বচেয়ে বেশি বয়সে ডাবলসে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড ঝুলিতে ভরে ফেলেন তিনি। আর তার পরই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ৪৩ বছরের তারকা। এবার প্রথমবারের জন্য অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতে নিতে পারলেই সাফল্যের হ্যাটট্রিক করবেন তিনি।
গত সাতটা দিন তাঁর কাছে স্বপ্নের মতো। ২৪ জানুয়ারি অজি ওপেনের পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ও মেক্সিকান জুটিকে ধরাশায়ী করে শেষ চারে পৌঁছে যান বোপন্না। যে লড়াইয়ে তাঁর সঙ্গী অজি তারকা ম্যাথিউ এবডেন। আর তাতেই অনন্য রেকর্ডের মালিক হয়ে যান। ৪৩ বছরে বয়সে ডাবলসে এক নম্বর তারকা হয়েই পৌঁছে যান টুর্নামেন্টের ফাইনালে। আর এবার পাখির জন্য প্রথমবার মেলবোর্ন পার্কে গ্র্যান্ড স্লাম জয়।
[আরও পড়ুন: বিহারে মহানাটক! নীতীশের ‘ডিগবাজি’র মাঝেই বদল ৭৯ আইপিএস, ৪৫ আমলা]
বোপন্নার এহেন সাফল্যের জন্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহেশ ভূপতি। কিংবদন্তি তারকা বলেন, “দীর্ঘ ২০ বছর খেলার পর এই বয়সে এসে এক নম্বর হয়েছে বোপন্না। নিঃসন্দেহে ভারতীয় ক্রীড়াদুনিয়ার জন্য এটা একটা অসামান্য সাফল্য।” শনিবার মেলবোর্ন পার্কে ইতালীয় জুটিকে হারাতে পারলেই কেল্লাফতে।
এমন ঐতিহাসিক লড়াই দেখার প্রহর গুনছেন টেনিসপ্রেমীরা। চলুন জেনে নেওয়া যাক, কটা থেকে শুরু ম্যাচ। কোথায়ই বা দেখছেন। ঠিক বিকেল ৩.১৫ মিনিটে কোর্টে ফাইনালের লড়াই শুরু। ভারতীয় দর্শকরা সোনি স্পোর্টসে দেখতে পাবেন সরাসরি। এছাড়াও সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে মোবাইল কিংবা অন্য ডিভাইসেই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।