সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক নন। টানা দশ বছর মুম্বই দলকে নেতৃত্ব দেওয়ার পর এবারই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে আসা হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বিতর্ক অব্যাহত। এবার জানা গেল, টিম হোটেলেও দলের সঙ্গে থাকছেন না রোহিত। স্বাভাবিক ভাবেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি মুম্বইয়ের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে?
সম্প্রতি ইউটিউবের একটি অনুষ্ঠানে এসেছিলেন রোহিত। সেখানেই তিনি দলের ভিতরকার পরিস্থিতি খোলসা করে জানান। চলতি আইপিএলে হিটম্যান আর দলের অধিনায়ক নন, ফলে দায়িত্ব অনেক কমে গিয়েছে। টিম মিটিংয়ে অংশগ্রহণ করার চাপও থাকে না। বলা যায়, মুম্বই দলের নেতৃত্ব ছাড়ার পর রোহিত এখন অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন। খোলা মনে ব্যাটও করতে পারছেন। ওয়াংখেড়েতে ম্যাচ থাকলে টিম হোটেলের বদলে আলাদা থাকছেন ভারত অধিনায়ক।
[আরও পড়ুন: দুবাইয়ের প্রবল বৃষ্টিতে বন্দি, অলিম্পিক কোয়ালিফায়ারে নামা হল না দুই ভারতীয় কুস্তিগিরের]
হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলেন রোহিত? সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আসলে বাড়িতে থাকছি। শেষ চার ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে খেলেছে। শুধু টিম মিটিংয়ের এক ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিই। এটাই ভালো আমার কাছে। একটু অন্যরকম অভিজ্ঞতা হলেও মন্দ লাগছে না।"
[আরও পড়ুন: ‘স্যর, আমাদের হারিয়ে দিয়ে যান’, ধোনি আবেগের ঢেউ লখনউয়ে]
রোহিতের মন্তব্যের পরেই অনেক রকম জল্পনা দানা বাঁধছে। তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাঁকে সরিয়ে দেওয়ার পর ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ। দলও ভালো ছন্দে নেই। তার মধ্যে প্রাক্তন অধিনায়কের দলের সঙ্গে না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তাহলে কি মুম্বইয়ের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরেছে? এর মধ্যেই জল্পনা উঠছে, তিনি মুম্বই ছেড়ে অন্য দলে যোগ দেবেন। পরের মরশুমে কি অন্য দলের হয়ে খেলবেন রোহিত? ভবিষ্যৎই তাঁর উত্তর দেবে।