সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পুরোপুরি ফিট নন রোহিত শর্মা। চোটের কবল থেকে এখনও মেলেনি মুক্তি। তাই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে আর ঢাকা যাবেন না ভারত অধিনায়ক। সূত্রের খবর এমনটাই। অর্থাৎ সিরিজ জয়ের লক্ষ্যের ম্যাচেও হিটম্যানকে ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)।
বাংলাদেশের বিরুদ্ধে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে প্রথম টেস্টে ১৮৮ রানে জেতে ভারত। ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ধরা দেন ভারতীয় তারকারা। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর রাস্তাও আপাতত খোলা রাহুলদের। তবে সেই লক্ষ্যে পৌঁছতে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় তথা শেষ টেস্টটি জিততেই হবে ভারতকে। কিন্তু সেখানে রোহিতকে পাওয়া যাবে না বলেই খবর।
[আরও পড়ুন: বিশ্বভারতীর ৫০ মিটারের মধ্যে ধরনায় ‘না’, হাই কোর্টে বহাল বিচারপতি মান্থার নির্দেশ]
চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান রোহিত (Rohit Sharma)। মহম্মদ সিরাজের ডেলিভারিতে বাংলাদেশি ওপেনার অনামুল হক স্লিপে ক্যাচ তোলেন। কিন্তু তা মিস করেন রোহিত। বলটি ধরার আগেই আঙুলে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর আঙুলের স্ক্যান করানো হয়। প্রাথমিক ভাবে তাঁকে ব্যাট করতেও নামানো হয়নি। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে নবম উইকেটে তাঁকে নামতেই হয়েছিল। শেষ পর্যন্ত ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও দলের হার বাঁচাতে পারেননি হিটম্যান। ম্যাচের পরেই শোনা যাচ্ছিল, রোহিত-সহ তিনজন খেলোয়াড় চোটের কারণে টেস্টে খেলতে পারবেন না। পরে টুইট করে বিসিসিআই জানিয়ে দেয়, প্রথম টেস্টে নেই রোহিত। তাঁর পরিবর্তে রাহুলের হাতে ওঠে নেতৃত্বের ব্যাটন। দ্বিতীয় টেস্টেও রোহিত না খেললে তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া।
একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর আঙুল এখনও আগের মতো সচল নয়। তাছাড়া সামনে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই এই টেস্টে রোহিতকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে শুরু হতে চলা দ্বিপাক্ষিক সিরিজেই দলে যোগ দেবেন রোহিত।