দেবাশিস সেন, গায়ানা: প্রতিশোধের ম্যাচ। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালকে এভাবেই দেখছে ক্রিকেটদুনিয়া। ২০২২ সালের সেমিফাইনালে ভারতকে দুরমুশ করেছিল ইংল্যান্ড। সেই হারের বদলা কি বৃহস্পতিবারের গায়ানায় নিতে পারবে মেন ইন ব্লু? ক্রিকেটমহলের এই চর্চায় অবশ্য পাত্তা দিতে নারাজ রোহিত শর্মা। ভারত অধিনায়কের কাছে এটা একটা ম্যাচ যেখানে 'বিন্দাস' ক্রিকেট খেলতে চান।
সেমিযুদ্ধের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক (Rohit Sharma) জানালেন, "আন্তর্জাতিক স্তরে ম্যাচ খেলতে গেলে ঠাণ্ডা মাথায় মাঠে নামতে হয়। আপাতত দলের সকলেই ফুরফুরে মেজাজে রয়েছে। বেশ কয়েকবার চাপে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে দল। তবে আমি মনে করি বেশি ভাবতে গেলে ঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।"
[আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেও হেডের কাছে হার সূর্যর, হাতছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান]
তবে বিপক্ষ ইংল্যান্ডকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না রোহিত। তিনি বলেন, যেহেতু ইংল্যান্ডের অনেক ক্রিকেটার গায়ানায় খেলে অভ্যস্ত তাই খানিকটা সুবিধা মিলবে বিপক্ষের। এছাড়াও ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ শেষ হতে দেরি হতে পারে। তবে এহেন প্রশ্নে রোহিতের মজাদার জবাব, তাহলে তো বিমান ধরতে দেরি হয়ে যাবে।
টুর্নামেন্টে (ICC T20 World Cup 2024) একটাও ম্যাচ হারেনি ভারত। রোহিতের মতে, অপরাজেয় থাকার কারণ, দল বিন্দাস ক্রিকেট ক্রিকেট খেলছে। যেখানে ব্যক্তিগত রান সেভাবে গুরুত্ব পায় না, দল হিসাবে কেমন পারফরম্যান্স হল, সেটাই আসল। উদাহরণ হিসাবে বাংলাদেশ ম্যাচের কথা তুলে ধরেন রোহিত। ওই ম্যাচে মাত্র একজন ব্যাটার ৫০ করলেও ১৯০-এর উপরে রান তুলেছিল ভারত। তাই সেমিফাইনালের আগে চাপমুক্ত মনে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান হিটম্যান।