সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বিছানায় বসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার৷ টানা ১৫ বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকার শীর্ষে নাম ছিল তাঁর৷ তবে এবার সবাইকে পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মাঠের বাইরের এই লড়াইয়ে সিআর সেভেনের কাছে হার মেনেছেন লিও মেসিও৷
ফুটবল মাঠে গোলের হ্যাটট্রিক হোক বা বিকিনি-সুন্দরীদের সঙ্গে পুল পার্টি, সব ক্ষেত্রেই সংবাদের শিরোনামে থাকেন তিনি৷ সম্প্রতি প্রকাশিত ফোর্বসের সবচেয়ে ধনীদের তালিকাতেও তিনিই শীর্ষে৷ এক নম্বরে রয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার৷ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জুন পর্যন্ত ১২ মাসে রোনাল্ডোর আয় ৮৮ মিলিয়ন ডলার৷ ভারতীয় অর্থে আনুমানিক ৫৮৭ কোটি টাকা৷ যার মধ্যে থেকে ৫৬ মিলিয়ন ডলার তিনি উপার্জন করেছেন তিনি৷ বাকি ৩৬ মিলিয়ন ডলার এসেছে বিজ্ঞাপন থেকে৷
এদিকে গত এক বছরে এলএম টেনের মোট উপার্জন ৮১.৪ মিলিয়ন ডলার৷ রোনাল্ডোর পরই রয়েছেন বার্সা তারকা৷ ফোর্বসের এই তালিকার প্রথম দশে এবার স্থান হয়নি মার্কিন গল্ফার টাইগার উডসের৷ ছ’নম্বরে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ৷ এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের প্রথম ১০ ধনী অ্যাথলিট কারা৷
৩. লেব্রন জেমস (বাস্কেটবল)
৪. রজার ফেডেরার (টেনিস)
৫. কেভিন ডুরান্ট (বাস্কেটবল)
৬. নোভাক জকোভিচ (টেনিস)
৭. ক্যাম নিউটন (এনএফএল)
৮. ফিল মিকেলসন (গল্ফার)
৯. জর্ডন স্পিথ (গল্ফার)
১০. কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল)
The post মেসিকে পিছনে ফেলে শীর্ষে সিআর সেভেন appeared first on Sangbad Pratidin.