shono
Advertisement

Breaking News

ভাঙা হাতের ছবি ব্যবহার করে রাজ্যপালকে খোঁচা? উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

ফেসবুক পোস্ট সম্পর্কে কী প্রতিক্রিয়া প্রাক্তন বিধায়কের?
Posted: 04:44 PM May 30, 2021Updated: 05:29 PM May 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীর তাণ্ডবে ফেটে গিয়েছিল মাথা। ভাঙে হাত। সোশ্যাল মিডিয়ায় ভাঙা হাতেরই ছবি পোস্ট করলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ওই পোস্টের মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকড়কে খোঁচা দিলেন প্রাক্তন বিধায়ক।

Advertisement

কীভাবে হাত ভাঙল উদয়ন গুহর? ভোটের ফলপ্রকাশের পরই দিনহাটার (Dinhata) চার নম্বর ওয়ার্ডে একটি কাজে গিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। অভিযোগ, বয়েজ ক্লাবের সামনে বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। ফাটে মাথা। ভাঙে হাত। দিনহাটা মহকুমা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা হয় তাঁর। বর্তমানে যদিও কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। সেখান থেকেই রবিবার একটি ফেসবুক পোস্ট করেন উদয়ন গুহ। নিজের ভাঙা হাতের ছবি পোস্ট করেন তিনি। লেখেন, “যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপ বাবুকে বারবার দিনহাটা আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে।”

[আরও পড়ুন: রাজ্যে ছড়াচ্ছে সন্ত্রাসের জাল! মালদহ থেকে গ্রেপ্তার বাংলাদেশি জেএমবি জঙ্গি]

উদয়ন গুহর এই পোস্ট ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেন এমন লিখলেন উদয়ন গুহ? রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) খোঁচা দিয়েছেন। কারণ, বিধানসভা নির্বাচনের পর খোদ রাজ্যপাল দিনহাটায় যান। নির্মম সন্ত্রাস চলছে বলে দাবি করেছিলেন তিনি। তারই পালটা জবাবে ছবি পোস্ট বলেই মনে করা হচ্ছে। যদিও উদয়ন গুহ এ বিষয়ে কিছু বলতে নারাজ। তাঁর দাবি, “আমি ছবি পোস্ট করেছি। যার যেভাবে মনে হবে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার নয়।”

[আরও পড়ুন: বনকর্মীদের তৎপরতাতেও হল না শেষরক্ষা, সুন্দরবনে মৃত্যু রয়্যাল বেঙ্গল টাইগারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার