shono
Advertisement
Roy Krishna

'রাজা কোথাও যাচ্ছেন না', সোশাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণর আপডেট দিল ওড়িশা

গোল করার পাশাপাশি গোল করাতেও দক্ষ রয় কৃষ্ণ।
Published By: Krishanu MazumderPosted: 05:49 PM Jun 03, 2024Updated: 05:49 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা কোথাও যাচ্ছেন না। তিনি থাকছেন ওড়িশাতেই।
ওড়িশা এফসি-র এহেন সোশাল মিডিয়া পোস্টের পরেই ফিজিয়ান তারকা রয় কৃষ্ণর (Roy Krishna) নতুন ঠিকানা নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল।
গত আইএসএলে ওড়িশার জার্সিতে কৃষ্ণ ১৩টি গোল করেছিলেন। কেরালা ব্লাস্টার্সের দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আইএসএলের সেরা গোলদাতা হয়েছেন। দুজনের গোলসংখ্যাই ১৩। তবে ফিজিয়ান তারকা বেশি ম্যাচ খেলায় গ্রিক তারকাই সর্বোচ্চ গোলদাতা হন আইএসএলে। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ নয়, আসল লক্ষ্য ভারতকে হারানো! পুরনো মন্ত্রেই নিজেদের ফের তাতাচ্ছেন পাক তারকা]


রয় কৃষ্ণ যে কোনও ফ্র্যাঞ্চাইজিরই সম্পদ। তিনি গোল করতে পারেন। গোল করাতেও পারেন। উঠে নেমে খেলেন রয় কৃষ্ণ। এমন একজন ফুটবলারকে দলে নিতে চাইবে সব দলই।
রয় কৃষ্ণ অতীতে মোহনবাগানের হয়ে খেলে গিয়েছেন। জুয়ান ফেরান্দো জমানায় তাঁকে ক্লাব ছাড়তে হয়। সের্জিও লোবেরা ওড়িশার কোচ হওয়ার পরে ওড়িশাতে ফিরে যান কৃষ্ণ। এবার তাঁকে নিয়ে দলবদলের বাজার গরম হয়েছিল। কলকাতার ক্লাবে ফিরতে পারেন এমন একটা সম্ভাবনা তারি হয়েছিল।
সদ্যই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উত্তরণ ঘটে মহামেডান স্পোর্টিংয়ের। একসময়ে শোনা গিয়েছিল, সাদা-কালো শিবির রয় কৃষ্ণকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ফিজিয়ান তারকা থেকে গেলেন ওড়িশাতেই। আগামী মরশুমে সের্জিও লোবেরার কোচিংয়ে খেলতে দেখা যাবে রয় কৃষ্ণকে।
রয় কৃষ্ণ পুরোদস্তুর টিমম্যান। এবারের আইএসএলে দেখা গিয়েছে কৃষ্ণ নিচে নেমে গিয়ে ওড়িশার রক্ষণকে সুরক্ষা দিয়েছেন।
ঝরঝরে হিন্দিতে কথা বলেন সতীর্থদের সঙ্গে। এদেশের জাতীয় সঙ্গীতের সময়েও তাঁর ঠোঁট নড়তে দেখা যায়। হৃদয় দিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করেন ফিজির জাতীয় দলের এই তারকা। ভারতের জাতীয় সঙ্গীত মন দিয়ে গাইছেন এবং মাঠে নেমে গোলের ছররা ছোটাচ্ছেন, এমন দৃশ্যের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

 

[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজা কোথাও যাচ্ছেন না।
  • তিনি থাকছেন ওড়িশাতেই।
  • ওড়িশা এফসি-র এহেন সোশাল মিডিয়া পোস্টের পরেই ফিজিয়ান তারকা রয় কৃষ্ণর (Roy Krishna) নতুন ঠিকানা নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল।
Advertisement