লখনউ সুপার জায়েন্ট: ১৯৬/৫ (কে এল রাহুল ৭৬, দীপক হুদা ৫০, সন্দীপ ৩১/২)
রাজস্থান রয়্যালস: ১৯৯/৫ (সঞ্জু স্যামসন ৭১, ধ্রুব জুড়েল ৫২, জশস্বী জয়সওয়াল ২৪, জস বাটলার ৩৪)
৭ উইকেটে জয়ী রাজস্থান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক সঞ্জু স্যামসনের দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেল লখনউ। প্লে অফে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের। শনিবাসরীয় সন্ধ্যায় ফের অধিনায়কওচিত পারফরম্যান্স করলেন সঞ্জু। অপরাজিত ৭১ রানের ইনিংস খেললেন তিনি। সঙ্গী হলেন ধ্রুব জুড়েল (৫২), জশস্বী জয়সওয়াল (২৪) এবং জস বাটলার (৩৪)। ১৯ ওভারেই মাত্র তিন উইকেট হারিয়ে ১৯৭ রানের লক্ষ্য পৌঁছে গেল মরুরাজ্যের দাপুটে দল।
চলতি আইপিএলে যত ম্যাচের সংখ্যা বাড়ছে, তত মান-সম্মান তলানিতে গিয়ে ঠেকছে বোলারদের। তাঁরা যেন ব্যাটারদের মার খেয়ে বাউন্ডারির বাইরে মুখ থুবড়ে পড়ার জন্যই বল ছুড়ছেন বাইশ গজে! গত কয়েক দিনের ম্যাচগুলিতে এভাবেই রানের বন্যা বয়েছে। যদিও শনিবার দ্বিতীয় ম্যাচে সেই ব্যাটসম্যানশিপ দেখা গেল না। মন্থর পিচে রাজস্থানের বিরুদ্ধে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান তুলল লখনউ। কে এল রাহুল এবং দীপক হুডার অর্ধশতরানের সৌজন্যে।
[আরও পড়ুন: দিল্লি ব্যাটারদের তাণ্ডব! তপ্ত দুপুরে মেজাজ হারিয়ে চিৎকার হার্দিকের, দেখুন ভিডিও]
লখনউয়ের ঘরে মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। মন্থর পিচের সুযোগ নিয়ে ব্যাটারদের বেঁধে রাখলেন সঞ্জুর দলের বোলাররা। যদিও ট্রেন্ট বোল্টকে প্রথম দু’টি বলে চার মেরে লখনউয়ের হয়ে শুরুটা ভালোই করেছিলেন কুইন্টন ডি’কক। যদিও বেশিক্ষণ স্থায়ী হননি তিনি। বোল্টের তৃতীয় বলেই ক্লিন বোল্ড হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। অল্প সময়ের মধ্যে ফিরে যান গত ম্যাচের শতরানকারী মার্কাস স্টোয়নিসও। এর পরই দলের হাল ধরেন অধিনায়ক রাহুল এবং দীপক। দুই ব্যাটারের দাপটে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে লখনউ। ৪৮ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন কে এল রাহুল। মারেন আটটি চার, দুটি ছয়। সঙ্গী দীপক হুডা ৩১ বলে ৫০ রান করেন।
[আরও পড়ুন: ‘ওকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ হোক’, পাণ্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন তারকা]
বিপক্ষের মাঠে দুরন্ত শুরু করেন রাজস্থানের দুই ওপেনার জশস্বী জয়সওয়াল (২৪) এবং জস বাটলার (৩৪)। ষষ্ঠ ওভারের শেষ বলে ছন্দপতন হয়। যশ ঠাকুরের বলে বোল্ড আউট হন জস বাটলার। পরের ওভারের প্রথম বলেই ফিরে যান জশস্বী। এভাবে পর পর দুই উইকেট পড়লেও রাজস্থানের ভিত শক্ত হয়ে গিয়েছিল ততখণে। পাশাপাশি মাঠে এসেই ভরসা যোগন দলের ব্যাটিং স্তম্ভ সঞ্জু স্যামসন। এদিনও ক্যাপ্টেনের মতোই খেললেন সঞ্জু। ৩৩ বলে অপরাজিত ৭১ রানের ইনিসং খেললেন তিনি। চারটি ওভার বাউন্ডুরি এবং সাতটি বাউন্ডারি মারলেন। সঞ্জুর পার্টনার হলেন ধ্রুব জুড়েল (৫২)। ইচ্ছে মতো খেলার গতিকে নিয়ন্ত্রণ করলেন তাঁরা। লখনউয়ের বোলাররা কোনও প্রতিরোধই তৈরি করতে পারলেন না। শেষ পর্য্ন্ত ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল মরুরাজ্যের দল। এর ফলে প্লে অফে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের।