shono
Advertisement

এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের

দাম মাত্র... The post এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Jan 11, 2017Updated: 12:16 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজরের আর দোষ কী! দৃশ্য যদি এমন হয়?  চোখ তো সেদিকে যাবেই যেদিকে নতুন ২০০০ টাকার নোট এভাবে থাকবে৷ আস্ত একটা শাড়িতে ছাপানো নতুন ২০০০ টাকার নোট৷ না আসল নয়, সবই নকল৷ শুধু প্রিন্টের ব্যবহার করেই এই কামাল করে দেখিয়েছেন সুরাটের ব্যবসায়ী শিব সইনি৷

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত সারা দেশের মতোই প্রভাবিত করেছিল শিবকে৷ বাজারে যখন নতুন ২০০০ টাকার নোট আসে, তখন থেকেই তা নিয়ে অন্যরকম কিছু করার পরিকল্পনা ছিল তাঁর৷ হঠাৎ করেই আইডিয়াটা মাথায় আসে৷ যেমনি ভাবা, তেমনি কাজ সুরাটের ব্যবসায়ীর৷ গোটা শাড়িতে ছাপিয়ে ফেললেন নতুন ২০০০ টাকার নোট৷ ছয় মিটার লম্বা শাড়িকে এই ভাবে সাজিয়ে তুলতে তাঁর লেগেছে ৫০৪টি নতুন ২০০০ টাকার নতুন নোটের প্রতিচ্ছবি৷

প্রথমে একটু নার্ভাস ছিলেন শিব৷ বুঝতে পারছিলেন না ঠিক করছেন না ভুল৷ কিন্তু পরে ভাবলেন এর আগেও তো প্রধানমন্ত্রী মোদির ছবি ছাপানো হয়েছে শাড়িতে৷ এই ভাবনা থেকেই সিদ্ধান্তটি নিয়েই ফেললেন৷ শাড়ির দামও এমন কিছু বেশি নয় মাত্র ১৬০ টাকা৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে৷ বিশেষ করে উত্তরপ্রদেশ, মণিপুর, পাঞ্জাব, গোয়া এবং উত্তরখণ্ডের মতো রাজ্যগুলি থেকে, যেখানে নির্বাচন আসন্ন৷

আরও পড়ুন –

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার

The post এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement