shono
Advertisement

Breaking News

ইফতারে পাক রাষ্ট্রদূত নয়, উল্টো সুর আরএসএসের

পাম্পোরে সেনা কনভয়ের উপর জঙ্গিহামলার পর সম্প্রীতির এই আবহ পাল্টে গেল৷
Posted: 12:39 AM Jun 29, 2016Updated: 09:11 AM Jun 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাম্পোরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের হাত ছিল৷ এ কথা জানতে পেরেই পাক রাষ্ট্রদূতকে করা ইফতারের আমন্ত্রণ খারিজ করল আরএসএস৷

Advertisement

আরএসএসের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে এই ইফতারের আয়োজন করা হয়৷ সেখানেই আমন্ত্রিত ছিলেন ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ কিন্তু কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয়ের উপর জঙ্গিহামলার পর সম্প্রীতির এই আবহ পাল্টে গেল৷ জঙ্গিহামলায় ৮ জওয়ান শহিদ হন৷ আহত হন ২১ জন সেনা৷ এরপরই ইন্টেলিজেন্স রিপোর্টে জানা যায়, এই হামলার পিছনেও আছে পাকিস্তান৷ সম্ভবত লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদের জামাই খালিদ ওয়ালিদ এই হামলার প্রধান হোতা৷ এ নিয়ে আগেই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ভারতীয় সেনাদের প্রথমে গুলি না চালানোর নির্দেশ দেওয়া আছে, কিন্তু তাই বলে যে সেনা প্রত্যাঘাত হানবে না তা নয়৷ পাকিস্তানকে এ ব্যাপারে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি৷ এরপরই ইন্টেলিজেন্স রিপোর্টও একই দিকে ইঙ্গিত দেয়৷ আর এ কথা জানার পরই পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ খারিজ করে আরএসএস৷

মুসলিম রাষ্ট্রীয় মোর্চার পদস্থ কর্তা মহম্মদ আফজল জানান, “আমরা পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ খারিজ করেছি৷ যখন আমাদের সেনারা শহিদ হচ্ছেন তখন ওঁর সঙ্গে বসে আমরা ইফতার করতে পারব না৷ ভারতে যে এ সব সহ্য করা হবে না সে বিষয়ে কড়া বার্তা দিতেই এই সিদ্ধান্ত৷” পাম্পোরে আক্রমণ অত্যন্ত নেতিবাচক মনোভাব দেখান বাসিতও৷ এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা রমজান মাস চলছে৷ রাজনীতির কথা না বলে বরং ইফতার নিয়ে আলোচনা করা শ্রেয়৷ কিন্তু সেই ইফতার থেকেই বাদ পড়লেন তিনি৷

বড় করে এবারের ইফতারের আয়োজন ও পাক রাষ্ট্রদূতের আমন্ত্রণ নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়েছিল আরএসএস৷ এই সিদ্ধান্তে যেন তারই জবাব দিল সংগঠনটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement