সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: LGBT সম্প্রদায় তথা সমকামী ও রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। দাবি তুললেন এই সম্প্রদায়ের মানুষদেরও ব্যক্তিগত স্পেস দেওয়া হোক। তাঁর মতে, ”এটা জৈবিক বিষয়।” রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে আগামী দিলে এলজিবিটি সম্প্রদায়ের পাশে থাকবে সেই আশ্বাসও দিতে দেখা গেল তাঁকে।
তাঁর কথায়, ”যেদিন থেকে মানুষ এসেছে, সেদিন থেকেই এই ধরনের প্রবৃত্তিও দেখা গিয়েছে। এটা জৈবিক বিষয়। জীবনেরই একটা অংশ। আমরা চাই তাঁরা যেন ব্যক্তিগত স্পেস পান এবং নিজেদের সমাজেরই অংশ ভাবতে পারেন। বিষয়টা খুবই সাধারণ। এই দৃষ্টিভঙ্গির প্রচার দরকার। নাহলে অন্য পদক্ষেপগুলি নিরর্থক হয়েই থেকে যাবে।”
[আরও পড়ুন: ২০২২ সালে প্রবাসী ভারতীয়রাই দেশকে দিয়েছেন ১০০ বিলিয়ন ডলার! দাবি নির্মলার]
এছাড়াও এদিন মোহন ভাগবতকে (Mohan Bhagwat) আরও নানা বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। যার মধ্যে ভারতে বসবাসকারী মুসলমান ও হিন্দু আগ্রাসনের মতো বিষয়ও ছিল। তাঁর দাবি, হিন্দুস্তান চিরকালই হিন্দুস্তান থেকে যাবে এবং ইসলামের কোনও ভয় এদেশে নেই।
তিনি বলেন, ”সরল সত্যিটা হল হিন্দুস্তান হল হিন্দুস্তানই। এদেশে মুসলিমদের কোনও ক্ষতি হবে না। ইসলামের ভয় পাওয়ার কিছু নেই। তবে মুসলমানদের অবশ্যই তাঁদের আধিপত্যের দাম্ভিক চিন্তাকে পরিত্যাগ করতে হবে।” কী সেই চিন্তা? বর্ষীয়ান ভাগবতের মতে, মুসলিমদের মধ্যে একটা ভাবনা রয়েছে, আমরা একদিন দেশকে শাসন করেছি, ফের শাসন করব। আমাদের পথই একমাত্র সঠিক পথ, অন্যদের পথ ভুল। এই ভাবনা থেকে বেরিয়ে আসার নিদানই দিচ্ছেন তিনি।
[আরও পড়ুন: বাংলায় কল্কে পেতে বঙ্গ বিজেপিকে রাজ্যের সঙ্গে চরম সংঘাতে যাওয়ার নির্দেশ নাড্ডার]
উল্লেখ্য, এর আগে মোহন ভাগবতকে বলতে শোনা গিয়েছে হিন্দু ও মুসলিমদের উৎস আসলে একই। তিনি বলেছিলেন, ”হানাদারদের সঙ্গেই ইসলাম ধর্ম ভারতে এসেছিল। এটাই ইতিহাস। আর সেটাকে এভাবেই দেখা উচিত।” পাশাপাশি ভারতে যাঁরা বসবাস করেন তাঁরা সকলেই হিন্দু, এমন দাবিও করেছিলেন তিনি।