সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েবসিরিজ ‘দি ফ্যামিলি ম্যান’-এর সমালোচনায় মুখর আরএসএস৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ম্যাগাজিন ‘পাঞ্চজন্য’তে এই ওয়েবসিরিজের কঠোর সমালোচনা করা হল৷ আমাজন প্রাইম সিরিজে মুক্তি পাওয়া এই ওয়েবসিরিজটিকে সরাসরি ‘দেশবিরোধী’ ও ‘জেহাদি’ বলে দাবি করল গেরুয়াপন্থী এই সংগঠনটি৷
[ আরও পড়ুন: হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেম প্রস্তাব দিলেন তরুণী, ভাইরাল ভিডিও ]
‘দি ফ্যামিলি ম্যান’-এর সমালোচনা করে ‘পাঞ্চজন্য’তে দাবি করা হয়েছে, ‘‘ওয়েবসিরিজে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র এক মহিলা প্রতিনিধিকে কাশ্মীরের লালচকে দাঁড়িয়ে তাঁর পুরুষ সহকর্মীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে৷ যেখানে তিনি অভিযোগ করেন, ভারত সরকারের দ্বারা বলপূর্বক কাশ্মীরিদের আটক করা হয়েছে, তাঁদের ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা) ব্যবহার করা হচ্ছে৷’’ এখানেই শেষ নয়, ‘পাঞ্চজন্য’তে বলা হয়েছে, ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদেরও তুলনা টেনেছেন ওই মহিলা এনআইএ কর্মী৷ ‘দি ফ্যামিলি ম্যান’-এর সংলাপের ঘোরতর সমালোচনা করা হয়েছে ‘পাঞ্চজন্য’তে৷
[ আরও পড়ুন: প্রতীমের ছবিতে এবার মধুমিতা-অর্জুন, শোনাবেন ‘লাভ আজ কাল পরশু’র গল্প ]
অভিযোগের সুরে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, ‘দি ফ্যামিলি ম্যান’এ সন্ত্রাসবাদকে মহিমান্বতি করা হয়েছে৷ দেশের যুব সমাজের একাংশ যে নাশকতার রাস্তায় হাঁটছে, রাষ্ট্রদ্রোহিতার পথ বেছে নিচ্ছে, সেই বিষয়টির পক্ষে সওয়াল করা হয়েছে৷ গত কয়েক বছর ধরে দেশবিরোধী মতবাদ ছড়াতে ওয়েবসিরিজের মতো মাধ্যমকে ব্যবহার করছে একটা অংশ৷ বিশেষ করে বামমনস্ক ব্যক্তিরাই এই মাধ্যমের দ্বার রাষ্ট্রদ্রোহিতা ও হিন্দু-বিরোধিতার বীজ ছড়িয়ে দিচ্ছে৷ এখানেই শেষ নয়, ‘সেক্রেড গেমস’ ও ‘ঘাউল’-এরও সমালোচনা শোনা গিয়েছে আরএসএসের এই ম্যাগাজিনটিতে৷
The post জেহাদি সংলাপ, মনোজ বাজপেয়ীর ‘দি ফ্যামিলি ম্যান’-এর বিরোধিতায় আরএসএস appeared first on Sangbad Pratidin.