shono
Advertisement

চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI

বিপুল ক্ষতির মুখে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি৷ The post চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM May 28, 2018Updated: 08:10 PM May 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই প্রকাশ্যে এসেছে এযাবৎ কালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি৷ পাঞ্জাব ন্যাশলান ব্যাংক-সহ বিভিন্ন ব্যাংক থেকে আনুমানিক ১২,৬৩৬ কোটি টাকা হাতিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছে হীরে ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসি৷ ঘটনাটি সামনে আসার পরেই চন্দ্রশেখর গৌড়ার মনে প্রশ্ন জন্মায়, কেবলমাত্র একটি ব্যাংকে এত বিপুল পরিমাণ টাকার জালিয়াতি হলে দেশের অন্যান্য ব্যাংকগুলির কী অবস্থা? জানার জন্য রিজার্ভ ব্যাংকে আরটিআই করেন তিনি৷ উত্তরে যা পেলেন তাতে চক্ষুচড়ক গাছ চন্দ্রশেখর গৌড়ার৷

Advertisement

[পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা]

আরটিআই-তে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতের দেশের একুশটি ব্যাংক থেকে জালিয়াতি হয়েছে মোট ২৫৭৭৫ কোটি টাকা৷ তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ সমস্ত শাখা মিলিয়ে তাদের জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ৬৪৬১.১৩ কোটি টাকা৷ এছাড়াও তালিকায় রয়েছে আরও কুড়িটি ব্যাংকের নাম৷ জালিয়াতির পরিমাণের দিক থেকে বেশ উপরে রয়েছে সবচেয়ে বেশি গ্রাহককে পরিষেবা প্রদানকারী পাঁচটি ব্যাংক৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক ও অন্ধ্র ব্যাংকে জালিয়াতির পরিমাণ আকাশ ছোঁয়া৷ আরটিআই-তে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ এই বছরের ৩১ মার্চ পর্যন্ত জালিয়াতির ফলে স্টেট ব্যাংকের ক্ষতি হয়েছে প্রায় ২৩৯০.৭৫ কোটি টাকা৷ যা রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি৷ এরপর রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার ২২২৪.৮৬ কোটি, ব্যাংক অফ বরোদার ১৯২৮.২৫ কোটি টাকা, এলাহাবাদ ব্যাংকের ১৫২০.৩৭ কোটি টাকা, অন্ধ্র ব্যাংকের ১৩০৩.৩০ কোটি টাকা ও ইউকো ব্যাংকের ১২২৪.৬৪ কোটি টাকার বিপুল জালিয়াতি৷ তালিকা এখানেই শেষ নয়৷ রয়েছে আইডিবিআই ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, কর্পোরেশন ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ওরিয়েন্টল ব্যাংক অফ কমার্স ও ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নাম৷

[মেলার মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাগরদোলা, প্রাণ গেল খুদের]

গত ১৫ মে রিজার্ভ ব্যাংক থেকে আরটিআই-এর উত্তর পাওয়ার পর কার্যত স্তম্ভিত চন্দ্রশেখর গৌড়া৷ তিনি জানান, দেশের কোটি কোটি সাধারণ মানুষ প্রত্যেকদিন বিভিন্ন ব্যাংকে তাদের রোজগার আয়ের যে টাকা রাখেন তা নিমেষে গায়েব হয়ে যাচ্ছে৷ নেই কোনও সুরাহার পথ৷ এই তথ্য পেয়ে কার্যত হতাশ অর্থনীতিবিদদের একটি অংশ৷ এইভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি যে ভেঙে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ রাখতে চাইছেন না অর্থনীতিবিদ জয়ন্তীলাল ভাণ্ডারী৷ তাঁর মতে, এর প্রভাব উচ্চবিত্ত শ্রেণিতে কতটা পড়বে তা এখনই বাল যাবে না৷ অবলুপ্ত হয়ে যাবে মধ্যবিত্ত ও নিচু তলা৷

The post চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement