সুপর্ণা মজুমদার: মরুশহরের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতার গরম। হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতেও ক্যামেরা চলছে। ছোটপর্দায় নিয়মিত দেখা যাচ্ছে সৃজন-পর্ণা, জগদ্ধাত্রী-স্বয়ম্ভুদের। আর তার জন্য এই তীব্র গরম সহ্য করেও শুটিং করে চলেছেন রুবেল, অঙ্কিতা, সৌম্যদীপরা।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজন দত্তর ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস (Rubel Das)। ইন্দ্রপুরী স্টুডিওতে চলছে ধারাবাহিকের শুটিং। ফোনে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেতা জানান, বেশ কষ্ট সহ্য করেই শুটিং করতে হচ্ছে তাঁদের। মাঝেমধ্যেই এসির সমস্যা দেখা দেয়। তখন পাখা চালিয়েও শুটিং করতে হয়। মেকআপ করে শুটিং করা আর কষ্টকর। কারণ তাতে লোমকূপগুলি বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় যতটা পারছেন হালকা খাবার খাচ্ছেন রুবেল। সঙ্গে রাখছেন জল, ওআরএস।
[আরও পড়ুন: মৃত্যুবার্ষিকীর আগেই পর্দায় ফিরছে ইরফানের স্মৃতি, প্রকাশ্যে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’-এর ট্রেলার]
এই মুহূর্তে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যাতে নাম ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick )। চরিত্রের দুই সত্তা, জগদ্ধাত্রী মুখার্জী পরিবারের বউ, আবার জ্যাজ সান্যাল দুঁদে পুলিশ অফিসার। গরম মাথায় নিয়েই দুই ভূমিকাই পালন করে চলেছেন। ফোনে অভিনেত্রী জানান, এমন আবহাওয়ায় শুটিং করা সত্যিই কঠিন। তার উপরে এখন আবার বিয়েবাড়ির সিন চলছে। তবে দর্শকদের কথা মাথায় রেখেই অনুপ্রেরণা পাচ্ছেন তাঁরা। আর সঙ্গে রাখছেন প্রচুর জল।
ধারাবাহিকে স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। অভিনেতা জানান, ১০-১২ ঘণ্টা ধরে শুটিং চলে তাঁদের। ঠাকুরপুকুরের বলাকার কাছে স্টুডিও। যতটা পারছেন এসিতে থাকার চেষ্টা করছেন। আর খাবার রাখছেন হালকা। জল আর ডাবের জল প্রচুর পরিমাণে খাচ্ছেন সৌম্যদীপ। রাতে নিয়ম করে ঘণ্টা খানেক জিমও করছেন অভিনেতা।