shono
Advertisement

Breaking News

সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা

একমাস আগে জিভে অস্ত্রোপচার হয় এই রোগীর। The post সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Sep 07, 2018Updated: 03:37 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীমৃত্যু ঘিরে উত্তাল রুবি হাসপাতাল চত্বর। শুক্রবার সকাল ন’টা নাগাদ অরূপা দে নামে এক রোগীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অরূপার। কয়েকদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। হাসপাতালে ভরতি থাকা অবস্থায় কী করে ম্যালেরিয়া হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর পরিবার।  

Advertisement

অরূপা দে বনগাঁর বাসিন্দা। পেশায় গায়িকা। জিভে ক্যানসার নিয়ে তিনি রুবি হাসপাতালে ভরতি হন। একমাস আগে তাঁর জিভে অস্ত্রোপচার হয়। বাদ যায় জিভ। এরপর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিছুদিন আগে জ্বর আসতে শুরু করে অরূপার। হাসপাতাল সূত্রে জানানো হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন অরূপা৷ সেই সঙ্গে তাঁর সেপ্টিসেমিয়াও হয়ে গিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়৷

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, আরও মহার্ঘ পেট্রল-ডিজেল ]

কিন্তু রোগীর পরিবার এই কথা মানতে নারাজ। রোগীর বোন জানিয়েছেন, দিদির হঠাৎই রক্তক্ষরণ শুরু হয়। আইসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। ন’দিন পর তাঁর রক্ত পরীক্ষা করা হয়। তখনই ম্যালেরিয়া ধরা পড়ে। রক্ত থেকেই সমস্যা হয়েছে বলে অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। কিন্তু হাসপাতালে কীভাবে ম্যালেরিয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। তবে এনিয়েও নিজস্ব বক্তব্য রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের মতে অস্ত্রপচারের পর শরীর দুর্বল থাকে। তখন কোনও জীবাণু অনায়াসে বাসা বাঁধতে পারে শরীরে। অরূপার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু হাসপাতালের এই বক্তব্যও মানতে নারাজ রোগীর পরিবার।

সমাবর্তন অনুষ্ঠানে শচীনকে সাম্মানিক ডি-লিট দেবে যাদবপুর ]

The post সফল অস্ত্রোপচারের পরও মৃত্যু রোগীর! শহরের হাসপাতালে উত্তেজনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement