shono
Advertisement

Breaking News

১৭ নয়, ১৪ এপ্রিল বিয়ে রণবীর-আলিয়ার? অভিনেত্রীর কাকার মন্তব্যে বাড়ল জল্পনা

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া নীতু কাপুরের? দেখুন ভিডিও।
Posted: 09:47 PM Apr 08, 2022Updated: 09:47 PM Apr 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে বিয়ে করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর? এই প্রশ্নেই সরগরম কাশ্মীর থেকে কন্যাকুমারী। প্রথমে শোনা গিয়েছিল, ১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া ও রণবীর (Ranbir-Alia Wedding)। কিন্তু এবার শোনা যাচ্ছে, ১৪ এপ্রিল আর কে হাউসে সাতপাকে ধরা দেবেন বলিউডের তারকা যুগল। 

Advertisement

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকি আলিয়া ভাটের কাকা রবীন ভাট জানিয়েছেন, ১৪ এপ্রিল হবে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের অনুষ্ঠান। তার জন্যই সেজে উঠছে আর কে হাউস। মুম্বইয়ের ঐতিহ্যবাহী এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরের। তাই সেখানেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তার আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি হবে আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। 

[আরও পড়ুন: মাসি-বোনঝির দুষ্টু-মিষ্টি গল্প নিয়ে আসছে ‘মিনি’, ট্রেলারে নজর কাড়লেন মিমি-আয়না]

আলিয়ার খুড়তুতো ভাই বিক্রম ভাটের বাবা রবীন। সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্তত চারদিন ধরে আলিয়া রণবীরের বিয়ের অনুষ্ঠান চলবে। এদিকে ছেলের বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে হাসিমুখেই সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন নীতু কাপুর। তবে বিয়ে হবে, সেকথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। 

শোনা যাচ্ছে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর! রণবীর কাপুর ও আলিয়া ভাটের গোটা পরিবারই তারকাখচিত। তাই রণবীরের তরফ থেকে করিনা, করিশ্মা তো থাকছেনই। তেমনি থাকছেন সইফ আলি খান। ছোট ভাইকে নিয়ে হাজির থাকবে তৈমুর আলি খানও। অবশ্যই থাকবেন আলিয়ার দিদি পূজা ভাট, শাহিন ভাট ও আলিয়ার মা সোনি রাজদান।  ইন্ডাস্ট্রি থেকে থাকতে পারেন জোয়া আখতার, অর্জুন কাপুর, মণীশ মালহোত্রা, সঞ্জয়লীলা বনশালি, করণ জোহর, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, আয়ান মুখোপাধ্যায়ের মতো তারকারা।  

[আরও পড়ুন: মনোবিদকেই মন দিয়েছেন ঋতাভরী, কীভাবে শুরু প্রেম কাহিনি? জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার