সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে একের পর এক প্রতিবাদ দেখছে তিলোত্তমা। প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ থেকে সেলেব। আগেই প্রতিবাদের সুরকে সঙ্গে নিয়ে কণ্ঠ ছেড়েছেন অরিজিৎ সিং। আর রূপম ইসলামের (Rupam Islam) কণ্ঠেও শহরের কথা। হ্যাঁ, বুধবার পরিচালক প্রতীম ডি গুপ্তর আগামী ছবি চালচিত্র-র জন্য ঝাপসা শহর গানটি রেকর্ড করলেন রূপম। পরিচালক প্রতিমের কথায়, এই গান রেকর্ডের সময় রূপমের কণ্ঠে উঠে এসেছিল যেন শহরে চলা অশান্ত পরিবেশ ও প্রতিবাদের সুর।
তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত ৷ সামাজিক মাধ্যমে ছবির পোস্টারও শেয়ার করেছিলেন পরিচালক ৷ রহস্য রোমাঞ্চে ঘেরা এই ছবিতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷ ২০২৩ সালে পরিচালক নিয়ে আসেন তাঁর প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' ৷ সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্স-এ ৷ সিরিজটি ভূয়সী প্রশংসা পেয়েছিল।
অন্যদিকে, RG Kar কাণ্ডে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ নিয়ে রূপম জানিয়ে ছিলেন, “অরিজিৎ আমার বন্ধু স্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ছ-সাত দিন অপেক্ষা করব, তার পর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু সমর্থন করছেন এই কথাটা। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এর পরে আমাদের কোন পথ নিতে হবে বা কী করতে হবে, আমরা নিজেরাই জানি না! কিন্তু সামগ্রিক মানুষ যে পথ নেবে সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথই নেব।”