সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারত। বাদ যায়নি মানালি। বিপদসীমার উপর দিয়েই বইছে সেখানকার জলস্তর। এমন পরিস্থিতিতে মানালিতে আটকে গিয়েছেন অভিনেতা রুসলান মুমতাজ (Ruslaan Mumtaz)।
অভিনেত্রী অঞ্জনা মুমতাজের ছেলে রুসলান। ‘মেরা প্যাহেলা প্যাহেলা প্যায়ার’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন। তবে বড়পর্দায় কেরিয়ারে তেমন সুবিধা করতে পারেননি। পরে হিন্দি টেলিভিশনে অভিনয় শুরু করেন। শোনা গিয়েছে, একটি মিউজিক ভিডিওর শুটিং করতে মানালিতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই আটকে পড়েন কলাকুশলীদের সঙ্গে।
[আরও পড়ুন: পরনে সাদা ধুতি-পাঞ্জাবি, ‘বাঘাযতীন’ ছবির শুটিং শেষ করেই নতুন পোস্ট দেবের, কী লিখলেন অভিনেতা?]
ক্ষণিকের জন্য নেটওয়ার্ক পেয়েই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। দেখা যায় একটি স্যাঁতস্যাঁতে জায়গায় তাঁরা আটকে রয়েছেন। সম্ভবত খিচুড়ি জাতীয় কিছু খেয়েই রাত্রিযাপন করছিলেন। পরের দিনের ভিডিওতে দেখা যায় মেঘলা আকাশ আর খরস্রোতা নদীর পাশে রয়েছেন রুসলিন।
ভিডিওতে অভিনেতা বলেন, “কখনও ভাবতে পারিনি এভাবে মানালিতে আটকে পড়ব। কোনও নেটওয়ার্ক নেই। রাস্তাঘাট পুরোপুরি বন্ধ তাই বাড়ি ফেরারও উপায় নেই, আর শুটিং করারও সুযোগ নেই। সুন্দর একটা জায়গায় খুবই কঠিন একটা সময়। জানিনা খুশি হব, দুঃখ পাব, কৃতজ্ঞ থাকব না শুধুই আপেল খেয়ে যাব।”
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে উত্তর ভারতের অনেকাংশই বেহাল। রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সোমবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮। দিল্লির পাশাপাশি বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড (Uttarakhand), পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। বিপদ বাড়িয়ে হুহু করে বেড়ে চলেছে যমুনা নদীর জল। তবে খারাপ আবহাওয়ার জন্য স্থগিত থাকা অমরনাথ যাত্রা ফের শুরু করা হয়েছে। যদিও কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।