সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। যুদ্ধজর্জর দেশটির পাঁচটি শহরে আপাতত রুশ কমনের গর্জন থামতে চলেছে বলেই খবর। ওই শহরগুলি থেকে নাগরিকদের দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই এহেন পদক্ষেপ মস্কোর।
[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে এবার রাশিয়ার হাতিয়ার ‘সিরীয় সৈন্য’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
এক বিবৃতিতে ভারতের রুশ দূতাবাস জানিয়েছে, মস্কোর সময়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে ইউক্রেনের পাঁচটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। অর্থাৎ ভারতীয় সময়ে বেলা ১২.৩০ মিনিট থেকে কয়েক ঘন্টার জন্য যুদ্ধ বন্ধ রাখবে রুশ বাহিনী। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকভ, শেরনিগোভ, সুমি ও মারিওপুল থেকে নাগরিকদের জন্য মানবিক করিডরের জন্য লড়াই থামানো হবে। নির্দিষ্ট শহরগুলিতে যুদ্ধক্ষেত্রে আটকে পড়াদের পূর্বনির্ধারিত পথের মাধ্যমে রাশিয়ায় নিয়ে আসার জন্য তৈরি মস্কো। বলে রাখা ভাল, সুমি শহরে এখনও বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। তাঁদের সেখান থেকে বের করে আনতে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, এর আগেও সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘনের একাধিকবার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সেইসঙ্গে শুধুমাত্র রাশিয়ার সীমান্ত পথই সংঘর্ষবিরতিতে খোলা রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই রাষ্ট্রসংঘে রাশিয়ার প্রতিনিধি জানান, যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া ও বিভিন্ন সাহায্য পৌঁছোনোর জন্য আজ সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাশিয়া-ইউক্রেন তৃতীয় বৈঠকেও মেলেনি যুদ্ধ থামানোর উপায়। যুদ্ধক্ষেত্রে আরও ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ইউক্রেনের মিকোলেভ সেনা ব্যারাকে মিসাইল হামলা চালিয়েছে রুশ ফৌজ। ওই ঘটনায় ৯ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ভিনিৎসা-সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করছে রাশিয়ার (Russia) গোলন্দাজ বাহিনী। প্রায় তিন ঘণ্টা ধরে মানবিক করিডর তৈরি করা ও সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। জানা গিয়েছে, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের বেলোভেজসকায়া পুশচা এলাকায় হওয়া ওই বৈঠক ‘ইতিবাচক’ বলেই দাবি করেছে কিয়েভ। তবে আলোচনায় খুশি নয় মস্কো।