সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী দেশ ভারত। আর তাদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া (Russia)। প্রায় দুবছর হতে চলল ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধের। এহেন পরিস্থিতিতেও ‘বন্ধু’ দেশের অস্ত্রভাণ্ডার মজবুত করতে চায় তারা। ইগলা-এস ক্ষেপণাস্ত্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি হল তাদের।
কী এই ইগলা-এস (Igla-S Air Defence System)? সংক্ষেপে বললে ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। দৈর্ঘ্য ৫ ফুট। পাল্লা ৬ কিমি। মুহূর্তে শত্রুপক্ষের হেলিপকপ্টার থেকে যুদ্ধবিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র। কেল্লা ফতে করতে পারে ‘থার্মাল সেন্সরে’র সাহায্যে। আর তা চালাতে গেলে কোনও সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন। অর্থাৎ কোনও স্থায়ী লঞ্চপ্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন পড়বে না। ফলে যুদ্ধক্ষেত্রে নিমেষে হামলা চালিয়ে উধাও হতে পারে কমান্ডো বাহিনী।
[আরও পড়ুন: দলে ‘তরুণ তুর্কি’র বড়ই অভাব! ‘ডিজিটাল সৈনিকে’র খোঁজে বঙ্গ সিপিএম]
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। সেই থেকে লড়াই থামেনি। এহেন পরিস্থিতিতেও কিন্তু মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একই থেকেছে। পশ্চিমি বিশ্বের চোখরাঙানিকে উপেক্ষা করেই রাশিয়ার থেকে তেল কিংবা অস্ত্র সবই নিয়েছে ভারত। সেই তালিকাতেই এবার যোগ হল ভয়ংকর ইগলা। ২০২১ সালের ডিসেম্বরে ভারতীয় সেনার জন্য সীমিত সংখ্যায় ইগলা-এস ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল।