shono
Advertisement

পুজোর চমক, ‘নতুন দেশে’র ঠিকানা নিয়ে আসছে ঠাকুরপুকুরের এস বি পার্ক, শিল্পী কে?

কিংবদন্তি শিল্পীর হাতেই রূপ পাবে এই পুজোর প্রতিমা।
Posted: 08:37 PM Aug 05, 2023Updated: 08:37 PM Aug 05, 2023

সুপর্ণা মজুমদার: এমন এক দেশ যেখানে হিংসা নেই, মারামারি নেই, নেই বিষাক্ত বাতাস। আছে শুধু নির্মল হাওয়া, প্রাণখোলা আনন্দ, বন্ধুত্ব আর ভালবাসা। কোথায় পাবেন এমন দেশ? ঠাকুরপুকুরের এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসবে। এই পুজোর থিম এবার ‘এলেম নতুন দেশে’। যে পুজো প্রতিবার সকলের আলোচনার কেন্দ্রে থাকে। যে পুজোর সঙ্গে এর আগে ভবতোষ সুতার, পার্থ দাশগুপ্তর মতো শিল্পী যুক্ত হয়েছেন। সে পুজোর প্রতিমা এবার রূপ পাবে কলাভবনের প্রবাদপ্রতীম নন্দলাল বসুর ছাত্র তথা কিংবদন্তি শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়।

Advertisement

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

৮৭ বছর বয়সেও নিবিড় শিল্পের অধ্যবসায়ে নিজেকে যুক্ত রেখেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়। এখনও হাতের নিখুঁত টানে মায়ের আকৃতি ফুটিয়ে তোলেন। শনিবার যখন প্রেস ক্লাবে এস বি পার্ক সার্বজনীনের থিম ঘোষণা হয়, তিনি হাজির থাকতে পারেননি। কিন্তু ভিডিও বার্তায় নিজের মনের কথা জানিয়েছেন। “কারিগর যখন মূর্তি করে দুর্গা জানতে চায় কেমন আছে। আমার নিজের মনে হয়। আমি যখন ছবি আঁকি মনে হয় সেটা আমার সঙ্গে কথা বলছে। একটা সম্পর্ক তৈরি হয়”, বলেন বর্ষীয়ান শিল্পী।

[আরও পড়ুন: DA না পেলে স্বেচ্ছামৃত্যু! রাষ্ট্রপতির দ্বারস্থ অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা]

রামানন্দবাবু থাকতে না পারলেও এদিনের থিম লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব ২০২৩-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। ছোটবেলা থেকেই এই পুজোর সঙ্গে যুক্ত সম্পূর্ণা। এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বেজায় খুশি। এবারের থিম সং তৈরি করছেন সুরকার জয় সরকার। তিনিও ছিলেন প্রেস ক্লাবে। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিল্পী অরিঘ্ন সাহা, মূল থিমের প্রধান ডিজাইনার এবং শিল্পী শিবশংকর দাস। ছিলেন আলোকশিল্পী বরুণ কর (ভিজিটিং ফ্যাকাল্টি, এনএসডি, নিউ দিল্লি)।

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

শিকা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর জাতীয় বিক্র‍য় প্রবন্ধক-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। সারা ভারতে আঞ্চলিক ভাষায় পোস্টার প্রকাশের কথাও বলা হয়। “এস বি পার্ক সার্বজনিন তাদের থিম- ‘এলেম নতুন দেশে’- র মাধ্যমে ৫৩ তম বছর উদযাপন করতে পেরে অত্যন্ত গর্বিত। বর্তমানের এমন সংকটময় সময়ে, যখন চারপাশের বিশ্ব রাজনীতি, ধর্ম, পুঁজিবাদ এবং জলবায়ু সংকটের কারণে প্রতি সেকেন্ডে আমাদের উৎকন্ঠিত হয়ে থাকতে হচ্ছে, তখন এস বি পার্ক শৈল্পিক কল্পনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে চায়”, বলেন ক্লাবের সভাপতি সঞ্জয় মজুমদার।

[আরও পড়ুন: এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে ভয় দেখাবেন কঙ্গনা, প্রকাশ্যে ‘দুর্ধর্ষ’ লুক, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement