জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্কুল পড়ুয়াদের সবুজ সাথী (Sabooj Sathi) সাইকেল বিক্রির অভিযোগে তুমুল শোরগোল বনগাঁয় (Bongaon)। সরকারি সাইকেল বিক্রির অভিযোগে স্কুলের কর্মী ও ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাগদা থানার হেলেঞ্চা গার্লস স্কুলের ঘটনা।
স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কর্মীর নাম মুকুল বিশ্বাস। বাড়ি হেলেঞ্চা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায়। ক্রেতার নাম সুখদেব ভদ্র। বাড়ি হেলেঞ্চার তিন নম্বর এলাকায়। বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখে স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করা করে।
[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি, ১৩ মাসে সর্বোচ্চ! পূর্বাভাস জিডিপি নিয়েও]
স্থানীয়রা জানিয়েছেন, সাইকেলটি কিনে স্থানীয় একটি দোকানে সারাতে দিয়েছিলেন সুখদেব। এ সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "সাইকেল চুরি হয়েছে, খবর পেয়ে স্টক মিলিয়ে দেখি সাইকেল নেই। আমরা থানায় অভিযোগ করলাম, তদন্ত করার জন্য।" এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়।
বিজেপির অভিযোগ,"রাজ্যের সব চোর চুরি করে মাস্টার, তাদের আবার প্যানেল বাতিল। বাংলাদেশের সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে খবরে দেখছি। চোরের সাম্রাজ্যে যে যা পারছে তাই চুরি করছে।" তৃণমূল ব্লক সভাপতি অঘোর হালদার বলেন, "স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী যার উপরে দায়িত্ব, সেই চুরি করে বিক্রি করেছে। এরকম এক শ্রেণির লোকেরা বদনাম করে দিচ্ছে। প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে।"