shono
Advertisement

মুকুল দর্শনেই পালটেছে মন! দলীয় বৈঠকে গরহাজির সব্যসাচী

বিধাননগরের মেয়রের তৃণমূল ত্যাগ কি কেবল সময়ের অপেক্ষা? তুঙ্গে জল্পনা The post মুকুল দর্শনেই পালটেছে মন! দলীয় বৈঠকে গরহাজির সব্যসাচী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Mar 09, 2019Updated: 05:12 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ আর এই ঘটনার ঠিক একদিন পরেই তৃণমূলের উত্তর-২৪-পরগণা জেলা কোর কমিটির বৈঠকে গরহাজির রইলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ কয়েকদিন ধরেই তৃণমূল ছেড়ে তাঁর বিজেপিতে যোগ দান নিয়ে জল্পনা তুঙ্গে৷ শনিবারের ঘটনায় সেই জল্পনা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও সব্যসাচী দত্তের যুক্তি, শারীরিক অসুস্থতার কারণে শনিবারের বৈঠকে হাজির থাকেননি তিনি৷

Advertisement

[টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই ]

শনিবার মধ্যমগ্রামে বসেছিল তৃণমূলের উত্তর-২৪-পরগণা জেলা কোর কমিটির বৈঠক৷ জানা গিয়েছে, সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হয় সব্যসাচী দত্তকে৷ কিন্তু বিধাননগরের মেয়র ফোনে জানিয়ে দেন, শারীরিক ভাবে অসুস্থ৷ তাই বৈঠকে হাজির থাকতে পারবেন না৷ মুকুল রায় যখন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন, তখন তাঁর অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন সব্যসাচী৷ পরিচিত মহলে মুকুল রায়কে নিজের রাজনৈতিক গুরু বলেও পরিচয় দিতেন বিধাননগরের মেয়র৷ এমনকী, তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে যোগদান করলেও গুরু-শিষ্যের সম্পর্কে ফাঁটল ধরেনি বলে একাধিকবার জানিয়েছেন মুকুল রায়৷ 

[চাকরিপ্রার্থীদের অনশনের মধ্যেই বিজ্ঞপ্তি, মার্চেই হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং]

তবে লোকসভা ভোটের আগে শুক্রবার মুকুল রায় সব্যসাচীর সল্টলেকের বাড়িতে হঠাৎ হাজির হলে, সেই জল্পনা আবারও মাথাচাড়া দেয়৷ মুকুলের হাত ধরে ইতিমধ্যে তৃণমূলে ভাঙন ধরেছে৷ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, একদা শাসক ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে বিজেপিতে যোগ দিতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাঁর ‘বিশেষ বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বোলপুরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ ও কোচবিহারের তৃণমূল সাংসদ৷ সেই তালিকায় নবতম সংযোজন কি বিধাননগরের মেয়র? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কালিঘাট থেকে মুরলিধর সেন লেন পর্যন্ত৷

সূত্রের খবর, বিজেপির তরফে সব্যসাচীকে বারাসত থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এবং সেই প্রস্তাব নিয়েই শুক্রবার রাতে তাঁর বাড়িতে যান মুকুল রায়৷ যদিও দু’পক্ষই এই জল্পনা উড়িয়ে দিয়েছে৷ মুকুল রায় জানিয়েছেন, সব্যসাচী সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর৷ তাঁর স্ত্রীর সঙ্গেও বোনের মতো সম্পর্ক৷ সেজন্যই বিধাননগরের মেয়রের বাড়িতে এসেছিলেন৷ রাজনীতি নয়, দু’জনের মধ্যে ক্রিকেট ও ভারত-পাক সম্পর্ক নিয়ে কথাবার্তা হয়েছে৷ যথারীতি এই যুক্তি মানতে নারাজ রাজনৈতিক মহল৷ তাঁদের পালটা যুক্তি, দু’জন পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তি এক টেবিলে বসে কেবলমাত্র লুচি-আলুর দম খেলেন এবং ক্রিকেট নিয়ে আলোচনা করলেন, তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হল না৷ একথা আদৌ কি বিশ্বাসযোগ্য?

The post মুকুল দর্শনেই পালটেছে মন! দলীয় বৈঠকে গরহাজির সব্যসাচী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement