সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেসিংরুমে তিনি থাকলে নিশ্চিন্ত বোধ করতেন জুনিয়ররা৷ যে কোনও সমস্যায় বড় ভরসার জায়গা ছিলেন তিনিই৷ খেলা ছেড়েছেন৷ কিন্তু সেই ভরসার জায়গাটি আজও ফুরোয়নি৷ আজও তিনি একইভাবে তরুণ খেলোয়াড়দের জন্য লড়াই করে যান৷ আর তাই এবার খেলোয়াড়দের চাকরির সুরক্ষা নিয়ে মুখ খুললেন শচীন তেন্ডুলকর৷
খেলোয়াড়দের চাকরির নিরাপত্তা জরুরি৷ সেটাই নিশ্চিত করতে চাইলেন মাস্টার ব্লাস্টার৷ সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি তুলে আনলেন এই প্রসঙ্গ৷ সমস্ত বহুজাতিক সংস্থাগুলির কাছে দেশের কিংবদন্তি ক্রিকেটারের আবেদন, তাঁরা যেন খেলোয়াড়দের চাকরিতে নিযুক্ত করেন৷ এর ফলে অর্থসমস্যা মুক্ত হয়ে খেলাতে আরও মনযোগী হতে পারবেন তাঁরা৷
শচীনের মতে, খেলোয়াড়দের যদি সেরাটা টেনে বের করে আনতে হয় তবে আর্থিক নিরাপত্তা অত্যন্ত জরুরি৷ খেলোয়াড়রা এখন যে তাঁদের সেরাটা দিচ্ছেন না, তা নয়৷ তবে এই দিকটা নিরাপদ থাকলে খেলায় ফোকাস অনেক বেড়ে যায় বলে মত তাঁর৷ আগের মতো সেই নিরাপত্তাটা নেই বলেও ক্ষোভ তাঁর৷ এখনকার সময় চুক্তিভিত্তিক চাকরি অনেক বেড়ে গিয়েছে৷ ফলে খেলোয়াড়রা কোথাও না কোথাও একটা ভয় নিয়ে থাকেন৷ আর তাই সমস্ত বড় কোম্পানিগুলোর কাছে তাঁর এই আবেদন৷
স্কুল লেভেলে খেলোয়াড়রদের আরও বেশি করে সুযোগ দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি৷ তাঁর পরামর্শ দেরিতে হলেও মানা হচ্ছে৷ মাস্টার ব্লাস্টারের মতে, যদি কোনও তরুণ খেলোয়াড় খেলার সুযোগই না পায় তবে মা-বাবারও আগ্রহ হারাবেন৷ ছেলেমেয়েকে খেলাধুলোয় উসাহ দেবেন না৷ সিস্টেম পরিবর্তন করেই এই পরিস্থিতি বদলানোর ডাক দিয়েছিলেন৷ মুম্বইয়ে স্কুল স্তরে অন্তত তা হচ্ছে দেখে খুশি শচীন৷ পাশাপাশি তিনি চান খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তাও যেন নিশ্চিত হয়৷
The post খেলোয়াড়দের চাকরির সুরক্ষা দিতে এগিয়ে এলেন শচীন appeared first on Sangbad Pratidin.