shono
Advertisement

মোটা কমিশনের লোভে বাতিল নোট ভাঙানোর ব্যবসায় এবার সাধুরা

কী ভাবে ব্যবসায়ীদের নোট ভাঙিয়ে দিচ্ছেন সাধুরা? The post মোটা কমিশনের লোভে বাতিল নোট ভাঙানোর ব্যবসায় এবার সাধুরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Nov 19, 2016Updated: 09:14 AM Nov 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বসবাসকারী বহু সাধু-সন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন বলে জানা গিয়েছে৷ রক্সৌল এক্সপ্রেসে কলকাতা ফেরতা যাত্রীদের অভিজ্ঞতা এমনই৷
যাত্রীরা জানিয়েছেন, নেপালের বীরগঞ্জ হয়ে সাধুরা রক্সৌলে এসে ট্রেন ধরছেন৷ এঁদের সঙ্গে রয়েছে ভারতে বাতিল বড় অঙ্কের নোট৷ সাধুদের সঙ্গে আলাপচারিতায় যাত্রীরা জেনেছেন, নেপালের হোটেলগুলি ও মার্কেটের বহু দোকানে ভারতীয় নোটের প্রচলন রয়েছে৷ যা সেখানে ‘আইসি’ অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি বলেই পরিচিত৷
ফলে সেখানকার ব্যবসায়ীদের হাতে রয়েছে ভারতের বাতিল নোট৷ এই ব্যবসায়ীরা সাধুদের শরণাপন্ন হয়েছেন৷ কারণ, সাধুদের অনেক ভক্ত রয়েছে ভারতের নানা প্রান্তে৷ অনেক সাধুর আবার ভারতীয় আধার কার্ডও রয়েছে৷ এই সাধুরা মোটা কমিশনের লোভে প্রচুর বাতিল নোট নিয়ে ভারতে ঢুকছেন। ভক্তদের সহায়তায় সেই নোট ভাঙিয়ে নতুন নোট নেওয়ার পরিকল্পনা করেছেন সাধুরা৷

Advertisement

The post মোটা কমিশনের লোভে বাতিল নোট ভাঙানোর ব্যবসায় এবার সাধুরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement