সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব (Hijab) বিতর্কের মধ্যেই বিস্ফোরক কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। তাঁর দাবি, আগামী দিনে তেরঙ্গার বদলে ভারতের জাতীয় পতাকা হতে পারে গেরুয়া। এখনই না হলেও ভবিষ্যতে লালকেল্লাতেও উড়তে পারে গেরুয়া পতাকা, দাবি কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রীর।
আসলে হিজাব বিতর্কের জেরে হওয়া বিক্ষোভের মধ্যেই দিন দু’য়েক আগে কর্ণাটকের একটি কলেজে জাতীয় পতাকা (National Flag) নামিয়ে গেরুয়া নিশান উড়িয়ে দিয়েছিল কিছু হিন্দুত্ববাদী পড়ুয়া। যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় দেশজুড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেরাজ্যের স্কুল-কলেজগুলি দিন তিনেকের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই এদিন বিস্ফোরণ ঘটিয়েছেন সেরাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)।
[আরও পড়ুন: ‘আমাদের গুজরাটের গাধা বলত কংগ্রেস’, বিস্ফোরক প্রধানমন্ত্রী]
লালকেল্লায় কি কখনও জাতীয় পতাকার জায়গায় গেরুয়া নিশান উড়বে? এ প্রশ্নের জবাবে কর্ণাটকের মন্ত্রী বলছেন, “আজ হয়তো নয়, কিন্তু কোনও একদিন হতেই পারে।” কে এস ঈশ্বরাপ্পার বক্তব্য, “কয়েকশো বছর আগে ভগবান রামচন্দ্রের রথে তো গেরুয়া পতাকাই উড়ত। তখন কি আমাদের দেশে তেরঙ্গা পতাকা ছিল? এখন হয়েছে। হয়তো ১০০, ২০০ বা ৫০০ বছর পর গেরুয়া পতাকা জাতীয় পতাকা হবে।” ঈশ্বরাপ্পা বলছেন, দেশে এখন হিন্দু আচার-বিচার ও হিন্দুত্ব নিয়ে জোর আলোচনা চলছে। একটা সময় ছিল, যখন আমরা অযোধ্যায় রাম মন্দিরের কথা বলতাম, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করত। কিন্তু আজ তো সেখানে মন্দির হচ্ছে। ঠিক সেভাবেই ভবিষ্যতে হয়তো লালকেল্লায় গেরুয়া পতাকা উড়বে।
[আরও পড়ুন: পাঁচ রাজ্যেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির]
কর্ণাটক বিজেপির (BJP) প্রাক্তন সভাপতির বক্তব্য,”হয়তো আজ নয়, কিন্তু কোনও এক দিন এই দেশে হিন্দুধর্ম বিরাজ করবেই। সেদিন আমরা লালকেল্লায় গেরুয়া পতাকা উত্তোলন করব।” যদিও পরে ঈশ্বরাপ্পা বলেছেন, “সংবিধান যেহেতু তেরঙ্গাকেই জাতীয় পতাকার সম্মান দিয়েছে, তাই সকলের সেটাকে সম্মান করা উচিৎ, যারা করবে না তারা দেশদ্রোহী।” বিজেপি নেতার এই মন্তব্য স্বভাবতই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি যে দেশকে হিন্দু রাষ্ট্র (Hindu Rastra) করার লক্ষ্যে এগোচ্ছে, সেটা এই মন্তব্যেই স্পষ্ট দাবি করছেন বিরোধীরা। ইতিমধ্যেই কর্ণাটকের কলেজে জাতীয় পতাকার বদলে গেরুয়া নিশান ওড়ার বিষয়টি সংসদে তুলেছে কংগ্রেস। এই বিষয়ে আলোচনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মাণিকম ঠাকুর।