সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে পতৌদিদের বাসভবনে এক নৈশভোজের আয়োজন হয়েছিল। করিনা কাপুর (Kareena Kapoor) খান সেখানেই ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই যে স্বামী সইফ আলি খানকে (Saif Ali Khan) এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি বেবো। এ যেন দুঃস্বপ্ন! দুষ্কৃতীদের আক্রমণের পর কী ঘটে? সেই ভিডিও এবার প্রকাশ্যে।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
পতৌদিদের বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে ভাইরাল ভয়ানি। সেখানেই দেখা যায়, করিনার পরনে রাতপোশাক। ঢিলেঢালা গোলাপি শার্ট আর পাজামা। খোলা চুল। আলুথালু অবস্থা। পাগলপ্রায় পরিস্থিতি করিনার। উদভ্রান্তের মতো এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। বারংবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে কথা উদ্বিগ্ন হয়ে কথা বলতে দেখা যায় নবাব বেগমকে। জানা গিয়েছে, নৈশপার্টির পর নিজের ঘরেই ছিলেন অভিনেত্রী। পরিচারিকার সঙ্গে অনাহূতর বাকবিতণ্ডা শুনে বেডরুম থেকে বেরিয়ে আসেন সইফ। বড় বচসা বাঁধে। এর পরই বলিউড নবাবকে ৬ বার ছুরির কোপ মেরে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পর রক্তাক্ত সইফকে দেখে ঘাবড়ে যান করিনা কাপুর। এর পরই আহত স্বামীকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বেবো। সেই ভিডিও আপাতত দেদার গতিতে ভাইরাল।
ডাকাতির রাতে বলিউডের খ্যাতনামা কজন এসেছিলেন সইফ-করিনার বাড়িতে। তাঁরা কারা? সন্ধ্যায় হাউজ পার্টির আয়োজন করেছিলেন করিনা কাপুর। সেখানে উপস্থিত ছিলেন তাঁর 'গার্ল গ্যাং'। দিদি করিশ্মা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশপার্টির কিছু ছবিও করিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু তখনও কি তাঁরা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এহেন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে! এদিকে সইফের বাড়িতে দুষ্কৃতী হামলার পর আরও একবার মুম্বইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ছয়-ছয়বার ছুরিকাঘাতে অভিনেতার ঘাড়ে মারাত্মক গভীর ক্ষত। রাতে অভিনেতার বাড়িতে ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন। তারপরও কীভাবে ওই দুষ্কৃতী প্রবেশ করল, প্রশ্ন উঠছে। আদৌ বাইরে থেকে কোনও দুষ্কৃতী প্রবেশ করেছে, নাকি সইফের ভিতরের কেউ কাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে বলিউডের ‘নবাবে’র বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। লীলাবতী হাসপাতালে বলিউড সুপারস্টারের চিকিৎসা চলছে। এক মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।