shono
Advertisement

‘বয়স কি ৬০ পেরিয়ে গিয়েছে?’, করোনা টিকা নিতেই ট্রোলড সইফ

ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় কটাক্ষের পালা।
Posted: 05:17 PM Mar 06, 2021Updated: 05:17 PM Mar 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফ হোয়াইট রঙের প্যান্টের উপরে গাঢ় নীল রঙের কুর্তা। মাস্কের বদলে লাল রুমাল দিয়ে মুখ ঢাকা। এভাবেই করোনা (COVID-19) টিকা নিতে গিয়েছিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Saif Ali Khan)। ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলড অভিনেতা।

Advertisement

ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা হয়েছিল সইফের টিকা (COVID-19 vaccine) নিয়ে বেরিয়ে আসার ভিডিওটি। গাড়িতে বসে পাপারাজ্জিকে অভিবাদনও জানান বলিউড তারকা। সেই ভিডিওর প্রতিক্রিয়াতেই কটাক্ষ করেছেন অনেকে। “বয়স কি ৬০ পেরিয়ে গিয়েছে?” এই ধরনের মন্তব্য করা হয়েছে। উল্লেখ্য, ৪৫ বছরের বেশি বয়স হলেই কোভিড টিকা নেওয়া যাবে। সেকথাও আবার পালটা উত্তর দিয়ে অনেকে জানিয়ে দিয়েছেন। কিন্তু তাতেও তারকার বয়স নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়েননি অনেকে।

[আরও পড়ুন: ডিগবাজি! পুরনো তিক্ততা ভুলে ফের নওয়াজউদ্দিনের হাতই ধরলেন স্ত্রী আলিয়া]

১৯৭০ সালে টাইগার পতৌদি ও শর্মিলা ঠাকুরের ঘরে জন্ম হয় সইফের। সেই সুবাদে পঞ্চাশের কোটা পেরিয়ে গিয়েছেন বলিউডের তারকা। চার সন্তান সইফের। কিছুদিন আগেই সইফের চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী করিনা কাপুর (Kareena Kapoor)। শুক্রবার ছিল সইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানের জন্মদিন। সেই কারণেই ওই দিনটিকে সইফ টিকা নেওয়ার জন্য বেছে নিয়েছেন বলে খবর।

শনিবার করোনা (Corona Virus) টিকা নিয়েছেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীও (Hema Malini)।  টিকা নেওয়ার একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে জানিয়েছেন, মুম্বইয়ের কুপার হাসপাতালে গিয়েছিলেন টিকা নিতে। সাধারণ মানুষের মতো  নিয়ম মেনে টিকা নিয়েছে বলে জানান বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ। 

[আরও পড়ুন: ব্যঙ্গের ছলে তিন টুইটেই বিস্ফোরক তাপসী পান্নু, আয়কর হানা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement