shono
Advertisement

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাইনা

সানের বিরুদ্ধে এদিন জয়টা সহজ ছিল না৷ ম্যাচটা শুরু থেকে দেখলে একজন ব্যাডমিন্টন প্রেমী অনায়াসে সাইনাকেই এগিয়ে রাখতেন৷ কারণ মহিলা সিঙ্গলসের ফাইনালে প্রথম গেমে তাঁকে টিকতেই দিলেন না চিনা শাটলার৷ The post দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাইনা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Jun 12, 2016Updated: 02:29 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওয় পাড়ি দেওয়ার আগে ট্রফি খরা কাটল সাইনা নেহওয়ালের৷ সিডনিতে রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত করলেন সান ইউকে৷ এবং দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেলেন ভারতীয় শাটলার৷
সানের বিরুদ্ধে এদিন জয়টা সহজ ছিল না৷ ম্যাচটা শুরু থেকে দেখলে একজন ব্যাডমিন্টন প্রেমী অনায়াসে সানকেই এগিয়ে রাখতেন৷ কারণ মহিলা সিঙ্গলসের ফাইনালে প্রথম গেমে সাইনাকে টিকতেই দিলেন না চিনা শাটলার৷ ২১-১১-য় গেম পকেটে পোরেন তিনি৷ হতাশ সাইনা দ্বিতীয় গেমের শুরুতেও হোঁচট খান৷ তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকটি আনফোর্সড এরর করে বসেন৷ সেই সুযোগে ফের খানিকটা এগিয়ে যান সান৷ কিন্তু তারপর মাথা ঠান্ডা করে খেলায় ফেরেন হায়দরাবাদি শাটলার৷ ফলস্বরূপ ২১-১৪ ব্যবধানে গেম জিতে নেন তিনি৷ শেষ গেমেও টক্কর হয় সেয়ানে-সেয়ানে৷ ২১-১৯-এ জিতে শেষ হাসি হাসলেন সাইনাই৷
২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পেয়েছিলেন তিনি৷ গত বছর ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের পর থেকে আর ট্রফির মুখ দেখেননি লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা৷ অল ইংল্যান্ড ও ইন্দোনেশিয়া ওপেনেও ব্যর্থ হতে হয়েছিল৷ ওলিম্পিকের মঞ্চে নামার আগে এই জয় নিঃসন্দেহে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার সাইনার৷

Advertisement

The post দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাইনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement