shono
Advertisement

Breaking News

Salman Khan

বুকে চোট তাতে কী! গণপতি বিসর্জনে কড়া নিরাপত্তা মুড়েই তুমুল নাচ সলমনের, দেখুন ভিডিও

বোন অর্পিতা শর্মার বাড়ির পুজোয় পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে ভাইজান।
Published By: Sandipta BhanjaPosted: 09:52 AM Sep 09, 2024Updated: 09:52 AM Sep 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছর বোন অর্পিতা শর্মার বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থীর অনুষ্ঠান হয়। এবারও তার অন্যথা হয়নি। দিন কয়েক আগেই বুকে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সলমন খান (Salman Khan)। তবে অনুষ্ঠানের দিন ঠিক হাজির হয়েছেন বোনের বাড়িতে। অর্পিতার সন্তানদের নিয়ে আরতিও করতে দেখা যায় তাঁকে। আর গণপতি বিসর্জনের দিন একেবারে অন্য মেজাজে ধরা দিলেন ভাইজান।

Advertisement

সলমনকে সাধারণত গম্ভীর মুখেই দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও অনেকবার মেজাজ হারিয়েছেন তিনি। তবে ৮ সেপ্টেম্বর, রবিবার বোন অর্পিতার বাড়ির গণপতি বিসর্জনের শেষপাতে পরিবারের সদস্যদের সঙ্গে নেচে বাজিমাত করলেন ভাইজান। সেই ভিডিওই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। অর্পিতা খান, আয়ুষ শর্মা, সোহেল খান, আরবাজ খান, আরহান, নির্বাণ, আলিজা অগ্নিহোত্রী-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির ছিলেন অর্পিতা শর্মার গণপতি বিসর্জনের অনুষ্ঠানে। সেখানেই নাচতে দেখা যায় ভাইজানকে।

[আরও পড়ুন: সেন্সর বোর্ডে ‘শাপমোচন’, U/A সার্টিফিকেট নিয়ে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘এমার্জেন্সি’]

আয়ুষ-অর্পিতার গণেশ চতুর্থীর অনুষ্ঠান থেকে সলমন খানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভাইজানকে চশমা পরে দেখা গিয়েছে। সেই ভিডিওতেই দেখা গেল চশমা চোখে হতবাক হয়ে কিছু একটা প্রত্যক্ষ করছেন তিনি। তবে বোনের বাড়ির অনুষ্ঠানেও কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন সলমন খান। গতবছরই বলিউড সুপারস্টারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। মাসখানেক আগে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতীরা গুলিও চালায়।

[আরও পড়ুন: ‘মধ্যরাতে হোটেল রুমে ডাকেন টলি সুপারস্টার’, এবার বিস্ফোরক দেবলীনা দত্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোন অর্পিতা শর্মার বাড়ির পুজোয় পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে ভাইজান।
  • আর গণপতি বিসর্জনের দিন একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সলমন খান।
  • ৮ সেপ্টেম্বর, রবিবার বোন অর্পিতার বাড়ির গণপতি বিসর্জনের শেষপাতে পরিবারের সদস্যদের সঙ্গে নেচে বাজিমাত করলেন সলমন।
Advertisement