shono
Advertisement

‘বিগ বস’-এর প্রচারে গিয়ে রানাঘাটের রানুকে পরামর্শ দিলেন সলমন!

কী বললেন ভাইজান? The post ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে রানাঘাটের রানুকে পরামর্শ দিলেন সলমন! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 AM Sep 25, 2019Updated: 11:14 AM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভবঘুরে রানু, যিনি কি না এতদিন কাটিয়েছেন স্টেশনে, সেই মহিলাই এখন বলিউডের ভাইজানের ‘নেক’ নজরে। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডের পর এবার সলমনও বাংলার রানুর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। সলমনের তরফে ‘দাবাং থ্রি’তে প্লে-ব্যাক করার প্রস্তাব পাওয়ার পাশাপাশি খাস মুম্বইয়ের বুকে ভাইজানের থেকে নাকি ৫৫ লক্ষ টাকার একটা আস্ত বাড়িও উপহার পেয়েছেন রানাঘাট স্টেশন চত্বরের বাসিন্দা রানু মারিয়া মণ্ডল! সম্প্রতি এই ধরনের কথাই শোনা গিয়েছিল। এবার যাবতীয় বিষয় নিয়ে মুখ খুললেন সলমন খান খোদ।

Advertisement

[আরও পড়ুন: ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অমিতাভ, ঘোষণা কেন্দ্রের]

সম্প্রতি, ‘বিগ বস’-এর নয়া মরসুমের প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে রানু মণ্ডল প্রসঙ্গে মন্তব্য করেন সলমন খান। তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে আপনি রাণু মণ্ডলকে বাড়ি ও গাড়ি উপহার দিয়েছেন? তা কি সত্যি ছিল?” এই প্রশ্ন শুনে হেসেই ফেলেন সল্লু মিঞা। যাবতীয় ধন্দ উড়িয়ে মজাচ্ছলে ভাইজান বলেন, “আমার নিজেরই এক বেডরুমের ঘর। আমি আবার লোককে দেব বাড়ি! কারা এইসব কথা বলে জানি না। তারা হয়তো চায় আমি দেউলিয়া হয়ে যাই। আমি কাউকে কিচ্ছু দিচ্ছি না আর দিইওনি। রাণু মণ্ডলের সঙ্গে আমার কোনও লেনদেন নেই। তাছাড়া আজ কাল তো ইএমআইতেই বাড়ি-গাড়ি পাওয়া যায়। যে কেউ কিনতে পারে!”

[আরও পড়ুন: চিন্তার মুক্তিতেই নবজন্ম, পুজোয় আবার সুমন-ভবতোষ যুগলবন্দি]

তিনি এও বলেন যে, “ওটা ভুয়ো খবর। আমিও এই খবর শুনেছি। যেটা করিনি, তার কৃতিত্ব নিতে পারব না। আমি এমন কিছু করিনি।” ‘দাবাং থ্রি’তে রানুর প্লে-ব্যাক করার খবরকেও খারিজ করে দেন সলমন খান। যদিও রানু এবং অতান্দ্র চক্রবর্তী এর আগে সাফ জানিয়ে দিয়েছিলেন যে সলমন খানের কাছ থেকে কোনওরকম সাহায্যই রানু পায়নি।

The post ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে রানাঘাটের রানুকে পরামর্শ দিলেন সলমন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement