shono
Advertisement

Breaking News

সলমন পাকিস্তানে চলে যাক, তোপ শিব সেনার

ফওয়াদ, মাহিরা খানদের ভারতে কাজ করতে দেওয়ার পক্ষে যুক্তি খাড়া করায় দাবাং খানকে একহাত নিলেন তাঁরা৷ The post সলমন পাকিস্তানে চলে যাক, তোপ শিব সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Oct 01, 2016Updated: 10:44 AM Oct 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতারা জঙ্গি নন৷ তাই তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও মানে হয় না৷ পাক অভিনেতাদের পাশে দাঁড়িয়ে এভাবেই সরব হয়েছিলেন সলমন খান৷ আর তাতেই শিব সেনার রোষের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার৷

Advertisement

উরি হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ আর তার মধ্যে সলমনের এহেন আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না শিব সেনার নেতা মণীষা কায়ন্দে ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে৷ ফওয়াদ, মাহিরা খানদের ভারতে কাজ করতে দেওয়ার পক্ষে যুক্তি খাড়া করায় দাবাং খানকে একহাত নিলেন তাঁরা৷

সলমনের কড়া সমালোচনা করে মনীষা কায়ন্দে বলেন, “ওঁর একটা শিক্ষা হওয়া উচিত৷ যখন দু’দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যখন সীমান্তে একের পর এক জওয়ান শহিদ হচ্ছেন, তখন সলমনের এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো উচিত৷ অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য করেছেন তিনি৷ পাক অভিনেতাদের প্রতি তাঁর যদি এত ভালবাসা থাকে, তাহলে বরং তিনিও ওই দেশে গিয়েই অভিনয় করুন৷ আর নাহলে পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে নিন৷”

গত বছর জুলাইয়ে ইয়াকুব মেমনকে ‘নির্দোষ’ বলে বিতর্কের মুখে পড়েছিলেন বি-টাউনের এই অভিজ্ঞ অভিনেতা৷ পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি৷ এবার পাক অভিনেতাদের জন্য সওয়াল করায় সলমনের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ ঠাকরে৷ সলমনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমএনএস প্রধান বলেন, “দেশে কি অভিনেতার অভাব আছে? আমাদের দেশের ছবিতে পাক অভিনেতাদের কী প্রয়োজন, আমি তো বুঝি না৷ ভারতীয় জওয়ানরা সীমান্তে আমাদের জন্য লড়াই করে চলেছে৷ তারা যদি আজ হাতিয়ার নামিয়ে রাখে, তাহলে কে লড়াই করবে? সলমন খান?” এখানেই শেষ নয়৷ সলমনকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, এ ধরনের আচরণ করলে দেশে তাঁর ছবি প্রদর্শনও বন্ধ করে দেওয়া হবে৷

উল্লেখ্যে, শুক্রবার সলমন নাকি নিজে রাজ ঠাকরেকে ফোন করেছিলেন৷ ফোনে শান্তিপূর্ণভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মুক্তির আর্জি জানিয়েছিলেন তিনি৷ নিজে এই দুই সিনেমার অংশ না হলেও বলিউডের লাভের কথা চিন্তা করেই ভাইজান এই সুপারিশ করেছিলেন বলে খবর৷ আর তাতেই ভীষণ চটে যান রাজ ঠাকরে৷

এর আগে ভারতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘অসহিষ্ণু দেশ’ বলার দায়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানকে৷ সেই ঘটনা তাঁদের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাবও ফেলেছিল৷ এবার সলমনের মন্তব্যে জল সেদিকেই গড়াতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের৷

The post সলমন পাকিস্তানে চলে যাক, তোপ শিব সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement