সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ছবি ‘দাবাং থ্রি’র ট্রেলার। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির এই ট্রেলার দেখে উন্মাদনা আরও বেড়েছে। টানটান সংলাপ, বিনোদনের মোড়কে রোমহর্ষক সব অ্যাকশন দৃশ্য। একেবারে স্বমহিমায় চুলবুল পাণ্ডে। পুলিশ অফিসারের বেশে। অসম্ভব মারকাটারি দৃশ্য সব। এবারও পুরোদস্তুর অ্যাকশন মোডে পাওয়া গেল সলমন খানকে। এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা কিন্তু এখনও অধরাই।
‘দাবাং থ্রি’র হাত ধরে এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। কারণ, পরিচালক প্রভুদেবা এবার চুলবুল পাণ্ডের দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার কাহিনিই তুলে ধরতে চলেছেন পর্দায়। তবে এবার সলমনের বিপরীতে রয়েছেন দুই নায়িকা। ট্রেলারেই পরিচয় করালেন চুলবুল পাণ্ডে তাঁর দুই নায়িকার সঙ্গে। একজন পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের বর্তমান। আরেকজন তাঁর অতীত। যার জন্য তিনি চুলবুল পাণ্ডে হয়ে উঠেছেন। এক প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দাবাং থ্রি’। পুলিশ অফিসার পাণ্ডের স্ত্রী রজ্জো, যে ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা। অপরদিকে, সলমনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর। উল্লেখ্য ‘দাবাং থ্রি’ দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়তে চলেছেন সাই।
[আরও পড়ুন: মন কষাকষি শেষ, ফের এসভিএফ প্রযোজিত ছবিতে দেব ]
এবার আর ‘ইদি’ নয়, ভাইজানের তরফ থেকে থাকছে বড়দিনের উপহার। সলমন খোদ জানিয়েছেন ডিসেম্বরের ২০ তারিখে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে চুলবুল পাণ্ডে। এবং শুধু তাই নয়, ভারতীয়রা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন চুলবুল পাণ্ডের কাণ্ডকারখানা। অর্থাৎ মোট ৪টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে ‘দাবাং ৩’। না, বাঙালি সিনেদর্শকরা অবশ্য এই আওতায় পড়ছেন না। তাহলে? হিন্দি তো বটেই। তার সঙ্গে কন্নড়, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে প্রভুদেবা পরিচালিত এই ছবি।
ট্রেলার না দেখে থাকলে দেখে নিন
[আরও পড়ুন: সুস্থ হয়েই কেবিসি’র সেটে, কাজে ফিরলেন অমিতাভ]
The post চুলবুল পাণ্ডে হয়ে ওঠার গল্প ধরা দিল ‘দাবাং থ্রি’র ট্রেলারে appeared first on Sangbad Pratidin.