সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হয়েছে হেমা কমিটির রিপোর্ট। যা নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া। মালয়ালি ছবির জগতে মহিলাদের কেমন সমস্যার মধ্যে কাজ করতে হয় তার উপরে তৈরি হয়েছে ওই রিপোর্ট। যেখানে শিল্পীদের উপরে হতে থাকা যৌন হেনস্তার বিবরণে শিহরিত সকলে। এবার তেলেঙ্গানা সরকারের কাছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu) আর্জি জানালেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও এমন রিপোর্ট প্রকাশিত হোক।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা লিখেছেন, 'আমরা, তেলুগু ছবির দুনিয়ার মহিলারা হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানাই। এবং কেরলের WCC-এর ক্রমান্বয় প্রচেষ্টাকে কুর্নিশ, যা আন্দোলনের পথ তৈরি করেছে। আমরা তেলেঙ্গানা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হওয়া যৌন হয়রানির বিষয়ে জমা দেওয়া সাব কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য। যা সরকার এবং শিল্প নীতিগুলির কাঠামো তৈরি করতে সাহায্য করতে পারে। যার ফলে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা যায়।' কেরলের মতো কমিটি গঠন করলে যে টলিউডের বিরাট লাভ হবে তাও জানিয়েছেন সামান্থা।
[আরও পড়ুন: আন্দোলনের মাঝেই রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা, শহরজুড়ে অস্থায়ী ক্যাম্প]
প্রসঙ্গত, হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ২০১৭ সালে এই কমিটি গঠিত হয়। ২০১৯ সালে জমা পড়ে রিপোর্ট। কিন্তু আইনি বাধা থাকায় এতদিন তা প্রকাশ্যে আনা সম্ভব হয়নি। এবার রিপোর্ট প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে। যৌন হেনস্তার পাশাপাশি পারিশ্রমিকে বৈষম্য কিংবা মাদক-অ্যালকোহলের অপরিমিত অপব্যবহারের মতো নানা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে সেখানে। বলা হয়েছে, কোনও অভিনেত্রী ছবিতে কাজ শুরুর আগেই যৌন নির্যাতনের শিকার হন। যার মধ্যে 'কাস্টিং কাউচ' অবশ্যই রয়েছে। এই অভিযোগের সাপেক্ষে ভিডিও, অডিও ক্লিপ এমনকী হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও কমিটির হাতে রয়েছে বলে দাবি।