shono
Advertisement

Breaking News

করণের ছবিতে জুটিতে সলমন-সামান্থা, হিট পেতেই দক্ষিণী তারকার হাত ধরলেন ভাইজান?

ছবির পরিচালক শেরশাহ খ্যাত বিষ্ণু বর্ধন।
Posted: 04:23 PM Sep 16, 2023Updated: 04:23 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়নতারার সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ব্লক বাস্টার। তবে শুধু দক্ষিণী নায়িকাই নন, এই ছবিতে তো খলনায়কও দক্ষিণের বিজয় সেতুপতি। তাহলে কি ছবি হিটের তুরুপের তাস দক্ষিণের ফ্লেভার!

Advertisement

আসলে যখন থেকেই গুঞ্জনে এসেছে করণের ছবিতে সলমন-সামান্থা জুটি। তখন থেকেই ফিল্ম সমালোচকরা এই হিসেব মেলাতে ব্যস্ত। অনেকেই মনে করছেন, সলমনের ফ্লপ কপালে হিট আনার জন্য়ই নাকি এমন প্ল্য়ান করেছেন করণ জোহর। তবে এই নিয়ে নানা গুঞ্জন রটলেও, করণ কিন্তু মুখ খোলেননি।

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ‘পাঠান’, জন্মাষ্টমীতে ‘জওয়ান’ আর বড়দিনে ‘ডাঙ্কি’ ঝড়, সিলমোহর শাহরুখের]

বলিউডের বক্স অফিস এখন রমরমা। একের পর এক ছবি দুরন্ত ব্যবসা করে চলেছে। ‘পাঠান’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘ও মাই গড টু’, ‘রকি রানি কি প্রেম কাহানি’, গদর ২। প্রায় সব ছবিই রেকর্ড ব্যবসা করে চলেছে। তবে এরই মাঝে কিন্তু সলমনের ছবি কিন্তু একেবারেই চলছে না। বরং এক সময়ের বক্স অফিসে লাকি হিরো সলমনের ছবি এখন মুক্তি পেলেও, মুখ থুবরে পড়ছে।

ব্যাপারটা নাড়া দিয়েছে সলমনকেও। আর তাই তো সোজা যোগাযোগ করণ জোহরকে। হ্যাঁ, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সলমন নাকি দেখা করেছেন করণ জোহরের সঙ্গে। শোনা যাচ্ছে, করণের প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি সই করেছেন বলিউড ভাইজান। যার পরিচালক শেরশাহ খ্যাত বিষ্ণু বর্ধন। খবর অনুযায়ী, পরের বছরের ইদেই নাকি করণের ছবিতে অভিনয় করবেন সলমন। আর এটাই নাকি হবে বলিউডের দাবাং খানের সুপারহিট কামব্যাক।

[আরও পড়ুন: মা হলেন ঋদ্ধিমা, পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি দাদু ‘ফেলুদা’ সব্যসাচী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement