বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: তৃণমূলের পর রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপিও (BJP)। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষের ভোটে দাঁড়াচ্ছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রবিবার দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থীতালিকা। বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শমীক ভট্টাচার্য।
রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের পাঁচটি আসনে ভোট। বিধায়কদের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তৃণমূল চারটি ও বিজেপির একটি আসন পাওয়ার কথা। এদিন দুপুরে তৃণমূলের পক্ষ থেকে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার পরেই জল্পনা চলছিল, বিজেপির প্রার্থী কে হয়, সেদিকে নজর ছিল।
[আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, প্রমিস ডে-তে রিলসে ব্যস্ত সাংসদ নুসরত! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা]
গতবার উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজকে (Anant Maharaj) রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি, তাই এবার দক্ষিণবঙ্গ থেকে কোনও চেনা মুখকে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছিল। বঙ্গ বিজেপির কাছ থেকে নাম চায় কেন্দ্রীয় কমিটি। চারজনের নাম পাঠানো হয়েছিল দিল্লিতে। সেই তালিকায় নাম ছিল শমীক ভট্টাচার্যর। উনিশের লোকসভা নির্বাচনে দমদম (Dumdum) কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শমীক। কিন্তু তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে পরাজিত হন।
[আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া অশোকনগরে, প্রেমিকের সঙ্গে ফন্দি এঁটে স্বামীকে ‘খুন’ যুবতীর!]
পরবর্তীতে একুশের বিধানসভা নির্বাচনে রাজারহাট থেকে প্রার্থী হয়েও হার স্বীকার করতে হয়। যেহেতু তৃণমূল ও বিজেপি দু দলই অতিরিক্ত কোনও প্রার্থী দিচ্ছে না তাই ভোটাভুটির কোনও সম্ভাবনা রইল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শমীক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হতে চলেছেন।