shono
Advertisement

Breaking News

অপটিক্যাল জুম ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy S8

এছাড়াও ‘সিঙ্গল টাচ’ অর্থাৎ এক আঙুলেই zoom in এবং out করার অভিনব সুবিধা থাকবে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়৷ The post অপটিক্যাল জুম ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy S8 appeared first on Sangbad Pratidin.
Posted: 01:51 AM Oct 03, 2016Updated: 08:22 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের গোড়াতেই গ্যালাক্সি সিরিজের নতুন ফোন বাজারে আনছে দক্ষিণ কোরীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ সিরিজের নয়া ফোন, গ্যালাক্সি S8 নিয়ে তখন থেকেই কৌতুহল তুঙ্গে টেকদুনিয়ায়৷

Advertisement

সম্প্রতি সংস্থার নতুন পেটেন্ট ঘিরে জল্পনা তুঙ্গে৷ গুজব রটেছে, এই ফোনে নাকি আইফোন ৭ এর মতই ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে৷

কিন্তু এই ক্যামেরার বিশেষত্ব কী?

মূলত অন্যান্য স্মার্টফোনগুলিতে ক্যামেরা zoom করার যে পদ্ধতি থাকে তা বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল৷ ফলে অনেক সময় বেশি zoom করলে ছবি ঝাপসা হয়ে যায়৷ কিন্তু আইফোন ৭ এর ক্যামেরার বৈশিষ্ট্য, এই ক্যামেরাতে রয়েছে অপটিকাল zoom৷ এই পদ্ধতিতে ছবি নয়, ক্যামেরার লেন্স zoom in করা যায়৷ ফলে ছবির মান ডিজিটালের চেয়ে অনেক স্পষ্ট হয়৷

এতদিন আইফোন ৭-এ এই সুবিধা পেতেন ক্রেতারা৷ কিন্তু শোনা যাছে, এবার স্যামসাং নাকি এই একই বৈশিষ্ট্য রাখতে চলেছে তাদের নতুন গ্যালাক্সি এস ৮ –এ৷ এছাড়াও ‘সিঙ্গল টাচ’ অর্থাৎ এক আঙুলেই  zoom in এবং out করার অভিনব সুবিধা থাকবে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়৷

সংস্থার পক্ষ থেকে এখনও ফোনের ফিচারস সংক্রান্ত কোন ঘোষণা না করা হলেও আইফোনের ফিচার সমৃদ্ধ স্যামসাং-এর নতুন ফোন বাজারে আসছে এই গুজবেই মজেছে টেকদুনিয়া৷

The post অপটিক্যাল জুম ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy S8 appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement