shono
Advertisement

Breaking News

সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়

নিজে যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, তা অন্য কারও জন্য চান না সঞ্জুবাবা৷ The post সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 PM May 17, 2017Updated: 09:06 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় উঠে আসছে তাঁর কাহিনি৷ উঠে আসারই মতো৷ ঠিক-বেঠিকের এমন সামঞ্জস্য কোনও মানুষের জীবনে খুঁজে পাওয়া কঠিন৷ হ্যাঁ, জীবনে অনেক ভুল তিনি করেছেন৷ বিপথেও গিয়েছেন৷ সেকথা নিজেই স্বীকার করেন সঞ্জয় দত্ত৷ সাজাও ভোগ করেছেন৷ কিন্তু আজ আর বলিউডের খলনায়ক নন তিনি৷ বরং যাবতীয় ভুল শুধরে হয়ে উঠেছেন নতুন প্রজন্মের আদর্শ৷ কিন্তু জীবনের খারাপ সময়ের মাহাত্ম্য ভুলে যাননি সঞ্জুবাবা৷ কারণ সেগুলিই তাঁকে বুঝিয়েছে জীবনের মূল্য৷ বলেছে, সব খারাপের একটা শেষ থাকে৷ আর সেই শেষ থেকেই হয় নতুন শুরু৷

Advertisement

[সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের]

তাই করেছেন সঞ্জয়৷ নতুন করে শুরু করেছেন জীবন৷ মান্যতা ও দুই সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন আর শুটিং ফ্লোরেও যাওয়া শুরু করেছেন৷ এর মাঝে আরও একটি কাজ করতে চান সঞ্জয়৷ সাহায্য করতে চান সে সব মানুষকে, যাঁরা তাঁর মতোই মাদকের চোরাবালিতে ফেঁসে জীবনকে হারিয়েছেন৷ আর এখনও সেই ঘূর্ণিপাকেই আটকে রয়েছেন৷ এঁদের জন্যই দেশের প্রতিটি প্রান্তে এমন নেশামুক্তি কেন্দ্র খুলতে চান, যাতে কম টাকাতেই নেশার চক্রব্যূহ থেকে মুক্তি পেতে পারেন সাধারণ মানুষ৷

[আইএএস অফিসারের রহস্যজনক মৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ]

ইতিমধ্যেই এর জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন সঞ্জয়৷ অনুমতি মিললেই কাজ শুরু করে দেবেন তিনি৷ সঞ্জয় চান, দেশের প্রতিটি কোনায় এমন নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলতে৷ যেখানে কম অর্থে সবচেয়ে ভাল চিকিৎসা পাবেন মাদকাসক্তরা৷ শুধু ওষুধের মাধ্যমে নয় কাউন্সেলিংয়ের মাধ্যমেও সারিয়ে তোলা হবে তাঁদের৷

নিজে এক সময় মাদকের চক্রব্যূহে ফেঁসেছিলেন৷ জানেন, কতটা কষ্ট হয় এই নেশা থেকে মুক্তি পেতে৷ আর জীবন থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ৷ সে যন্ত্রণা আর কোনও মানুষ ভোগ করুক তা একেবারেই চান না সঞ্জয়৷ তাঁর মতোই প্রত্যেক মানুষের জীবনে ফেরার অধিকার রয়েছে৷ সে অধিকারই তিনি সকলকে দিতে চান৷

[‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি]

The post সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement