সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল (East Bengal) জার্সিতে অভিষেক ঘটল সানজিদা আখতারের। ম্যাচটা অবশ্য গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। মহিলাদের লিগে ইস্টবেঙ্গল ও স্পোর্টস ওড়িশার মধ্যে ম্যাচে কেউ জেতেনি, কেউ হারেনি।
দশ নম্বর জার্সি পরে নেমেছিলেন সানাজিদা (Sanjida Akhter)। ইস্টবেঙ্গলের মহিলা দলের ম্যানেজার ইন্দ্রানী সরকার অবশ্য বাংলাদেশি উইঙ্গারের পারফরম্যান্সে সন্তুষ্ট। প্রথম ম্যাচ হিসেবে সানজিদা ভালোই পারফরম্যান্স করেছেন বলে মনে করে ইন্দ্রানী।
[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর সব অভিযোগ ভিত্তিহীন, মানহানি মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন ধোনির]
তবে প্রথম ম্যাচে নেমে ইস্টবেঙ্গলকে জেতাতে পারলে খুশি হতেন বাংলাদেশের এই ফুটবলার। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করেছিলেন তিনি। কিন্তু গোল হয়নি।
সানজিদার আগে বাংলাদেশ থেকে লাল-হলুদে খেলে গিয়েছেন রুমি, মুন্না, আসলাম, গোলাম গাউসরা। ওড়িশার বিরুদ্ধে নামার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করে সানজিদা লিখেছিলেন, ”শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের ছবি। অগ্রজদের সম্মান ও ইস্টবেঙ্গলের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”