সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার অভিনেত্রী সারা আলি খান। একটি ম্যাগাজিনের জন্য ফোটোশুট করতে গিয়েছিলেন তিনি। সেই ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই সমালোচনার শিকার হয়েছেন সইফকন্যা।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য মঙ্গলবার একটি ফটোশুট করেছেন সারা। কেনিয়ায় করা হয়েছিল ফটোশুটটি। ফটোশুটের জন্য মাসাই প্রজাতির কয়েকজন পুরুষ ও মহিলাকে নিয়ে আসা হয়েছিল। আর এখানেই হয় সমস্যা। সারার ফটোশুটের ভিডিওটি প্রকাশ পাওয়ার পর বিতর্ক ওঠে তাঁর পিছনের মাসাই সম্প্রদায়ের এক পুরুষকে নিয়ে। বর্ণবিদ্বেষ থেকে শুরু করে ওই মাসাই প্রজাতির পুরুষকে প্রপস হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও উঠছে সমালোচনা।
[ এয়ারস্ট্রাইক নিয়ে মোদির সমালোচনা, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার স্বরা ]
টুইটারে কেউ লিখেছন, তিনি সারার ফ্যান। তিনি ভেবেছিলেন সারা হয়তো অন্য বলিউড অভিনেত্রীদের থেকে আলাদা। কেউ আবার বলেছেন, কোনও দেশের নাগরিককে এভাবে ‘প্রপস’ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তাঁরা শুটিংয়ের অংশ হতে পারেন। কিন্তু এখানে ওই মাসাই পুরুষকে যেভাবে দেখানো হয়েছে, তাতে তাঁকে প্রপসই লাগছে। আর একজন লিখেছেন, ফিল্মফেয়ার কী বিক্রি করেছে? বুদ্ধি নাকি মানবতাবোধ? সারাকে সমর্থনও করেছেন। লিখেছেন, সারা নিজে যে পোশাক পরে রয়েছেন তা বর্ণবিদ্বেষকে প্রচার করে না কোনওভাবেই। কেনিয়ায় হয়েছে ফোটোশুটটি। সেখানকার মানুষ ওই পোশাকই পরে। তাহলে সারার বিরুদ্ধে কীভাবে সংস্কৃতিকে হেয় করার অভিযোগ তোলা যেতে পারে? তবে এবিষয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি সারা আলি খান।
কিছুদিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্ট নিয়ে নেটিজেনদের কৌতুকের মুখে পড়েছিলেন তিনি। নীল রঙের একটি গাউন পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেন সারা আলি খান। সইফকন্যার সেই ছবি দেখে ‘‘নবাব গরিব হো গয়া ক্যায়া?’’ বলে কটাক্ষ শুরু করেন অনেকেই। যা চোখে পড়া মাত্রই বিষয়টি নিয়ে মশকরা করতে ভোলেননি সারা আলি খান। ওই স্টেটাস দেখে বেশ মজা করেই হাসেন তিনি। পাশাপাশি ওই সমালোচনা দেখে তাঁর বেশ মজা হয়েছে বলেও মন্তব্য করেন ‘কেদারনাথ’ অভিনেত্রী।
[ বালাকোটে এয়ারস্ট্রাইকের জের, এবার সিনে দুনিয়ায় ইন্দো-পাক যুদ্ধ ]
The post ফটোশুট নিয়ে বিতর্ক, নেটিজেনদের সমালোচনার শিকার সারা appeared first on Sangbad Pratidin.