shono
Advertisement

সারদা মামলায় ফের স্বস্তি রাজীব কুমারের, গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট

মূল মামলার পরবর্তী শুনানি ১৫ জুলাই। The post সারদা মামলায় ফের স্বস্তি রাজীব কুমারের, গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Jul 02, 2019Updated: 12:39 PM Jul 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সারদা মামলায় আদালতে ফের স্বস্তি পেলেন কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, আগামী ২২ জুলাই পর্যন্ত রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। মূল মামলার পরবর্তী শুনানি ১৫ জুলাই।

Advertisement

[আরও পড়ুন: সারদা মামলায় তৎপর সিবিআই, শুভাপ্রসন্ন-শিবাজি পাঁজাকে তলব]

একসময়ে সারদা মামলার তদন্তে তাঁর নেতৃত্বেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল রাজ্য সরকার। কিন্তু সিবিআই তদন্তভার নেওয়ার পর কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। সিট যখন তদন্ত করছিল, বিশেষ তদন্তকারী দলের প্রধানের কী ভূমিকা ছিল, সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে কী কী নথি উদ্ধার হয়েছিল, তা জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলবও করা হয়েছিল। কিন্ত প্রত্যেকবারই সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়ে যান কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার। শেষপর্যন্ত কলকাতায় রাজীব কুমারের বাড়িতেও হানা দেন সিবিআই আধিকারিকরা। এরপরই তাঁকে গ্রেপ্তারির নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

গত মে মাসে সিবিআইয়ের হাতে ‘গ্রেপ্তারি’ এড়াতে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ জারি করেন হাই কোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। তবে জিজ্ঞাসাবাদের ডাকলে রাজীব কুমারকে যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে, তা স্পষ্টই জানিয়ে দিয়েছিল আদালত। বস্তুত, আদালতের নির্দেশ মেনে গত মাসে সল্টলেকে সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন রাজীব কুমার। মঙ্গলবার ফের তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ ফের একদফা বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট।

 

The post সারদা মামলায় ফের স্বস্তি রাজীব কুমারের, গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement