shono
Advertisement
Ritabhari Chakraborty

মায়ের 'আদরের পলিনিয়া'র জন্মদিন, চিনতে পারছেন টলিপাড়ার এই নায়িকাকে?

ছোটপর্দার মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ইনি।
Published By: Suparna MajumderPosted: 09:44 AM Jun 26, 2024Updated: 01:45 PM Jun 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে বড় হয়ে গিয়েছে। টলিপাড়ার 'ফাটাফাটি' অভিনেত্রী। আবার পড়াশোনাতেও তুখোড়। হাতে রয়েছে শৈল্পিক গুণ। মিনিয়েচার বানাতে ওস্তাদ। কিন্তু মায়ের কাছে তিনি এখনও 'আদরের পলিনিয়া'। ছোটবেলার ছবি দেখে চেনা কঠিন। তবে এই মিষ্টি শিশু আসলে ঋতাভরী চক্রবর্তী। বুধবার জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী। সেই কারণেই সোশাল মিডিয়া এই পোস্ট শতরূপা সান্যালের। ছবি শেয়ার করে লিখেছেন বিশেষ কবিতা।

Advertisement

এই একটি নয়, ঋতাভরীর আরও দুটি ছবি শেয়ার করেছেন শতরূপা। তার পর নিজের "সোনা ঋতাভরী, আদরের পলিনিয়ার জন্মদিনে'র জন্য লিখেছেন বিশেষ কবিতা। কবিতার নাম 'মা'।

"মা
এই তো সেদিন হাঁটতে শিখলি
আমার আঙুল ধরে
শিখলি কথা আধো ভাষায়
পাখির মত করে।
যখন তোকে কোলে নিয়ে
যেতাম কোনওখানে
সবাই দুহাত বাড়িয়ে দিত
স্নেহেরই আহ্বানে।
আজকে যখন অনেক মানুষ
তোর কাছে পায় আলো
পায় জীবনের নতুন দিশা
বাসতে শেখে ভালো-
মায়ের মনটা উথলে ওঠে
স্নেহেরই গৌরবে,
ভাবি, আমার স্বপ্নগুলো
এবার সত্যি হবে!

[আরও পড়ুন: পুরুষরা সাবধান! বদলা নিতে আসছে ‘স্ত্রী’, টিজারেই শিহরণ]

কবিতার শেষে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে আবার শতরূপা লেখেন, "শুভ জন্মদিনের স্নেহাশিস হামি নিও, সোনা মা! মানুষ হিসেবে অনেক বড় হতে হবে, মা গো! সত্যিকারের শক্তিরূপিনী, স্নেহদায়িনী হতে হবে! এই আশীর্বাদ করি।"

 

 

‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেন ঋতাভরী। তারপর বড়পর্দায় শুরু হয় তাঁর যাত্রা। ‘তবুও বসন্ত’ থেকে ‘ফাটাফাটি’, 'বহুরূপী' পর্যন্ত পার হয়েছে গোটা একটা যুগ। এর মাঝেই আবার বিদেশে পড়াশোনা করেছেন অভিনেত্রী। মাঝে শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওজন বাড়ার জন্য কটূক্তি শুনেছেন। কিন্তু প্রতিবারই দুর্দান্তভাবে ফিরে এসেছেন ক্যামেরার সামনে। জন্মদিনে একাধিক কেক কেটেছেন ঋতাভরী। আর নিজের 'আইডিয়াল স্কুল অফ দ্য ডেফ' স্কুলের শিশুদের সঙ্গেও সেলিব্রেশনে মাতবেন নায়িকা।

 

[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি নয়, ঋতাভরীর আরও দুটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন শতরূপা।
  • তার পর নিজের "সোনা ঋতাভরী, আদরের পলিনিয়ার জন্মদিনে'র জন্য লিখেছেন বিশেষ কবিতা।
Advertisement