shono
Advertisement
Saudi Arabia

এক বছরে ৩০০ লোকের গর্দান নিল সৌদি আরব! নিন্দায় মুখর মানবাধিকার সংগঠনগুলি

চলতি বছরের আগে ২০২২ সালে ১৯৬ জনকে চরম শাস্তি দেয় মধ্যপ্রাচ্যের দেশ।
Published By: Kishore GhoshPosted: 06:04 PM Dec 04, 2024Updated: 07:03 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে সৌদি আরবে রেকর্ড সংখ্যক তিনশোর বেশি আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার গর্দান গিয়েছে ৪ জনের। সৌদির সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এদের মধ্যে তিনজন মাদক পাচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন। চতুর্থ ব্যক্তি খুনের আসামি। মঙ্গলবারের এই মৃত্যুদণ্ডের পর হিসাব বলছে, ২০২৪ সালে মৃত্যুদণ্ড হল মোট ৩০৩ জনের। এমন ঘটনায় নিন্দায় মুখর হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

Advertisement

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমীক্ষা বলছে, ২০২৩ সালে চিন ও ইরানের পর সবচেয়ে বেশি আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি সরকার। এএফপি জানাচ্ছে, সেই সংখ্যাটা ছিল ১৭০। লন্ডনের মানবাধিকার সংগঠনটি জানাচ্ছে, চলতি বছরের আগে ২০২২ সালে সবেচেয়ে বেশি সংখ্যক ১৯৬ জনকে চরম শাস্তি দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ। একাধিক মানবাধিকার সংগঠন আগেই আশঙ্কা প্রকাশ করেছিল, প্রতিদিন কমপক্ষে একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেই হিসাবে চলতি বছরে পুরনো রেকর্ড ছাপিয়ে ৩০০-র বেশি মানুষের মৃত্যুদণ্ড হতে পারে। বাস্তবে বছর শেষের আগেই সেই সংখ্যা ছাপিয়ে গেল সৌদি সরকারের বিচার বিভাগ।

সৌদিতে মৃত্যুদণ্ডের ধরন ভারতের থেকে অনেকটাই আলাদা। ভারতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসি দেওয়া হয়। সৌদি আরবে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে নেওয়া হয়। যদিও কোনও সরকারি বিবৃতিতে এই বিষয়ে বিশেষ কিছুই উল্লেখ করে না প্রশাসন। সৌদিতে যে সংখ্যায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তা নিয়ে বার বার সমালোচনা হয়েছে বিশ্বে। যদিও তাতে কখনই কর্ণপাত করেনি মধ্যপ্রাচ্যের দেশটির সরকার। ফলে বছর বছর মৃত্যদণ্ডের সংখ্যা বেড়েই চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদিতে মৃত্যুদণ্ডের ধরন ভারতের থেকে অনেকটাই আলাদা।
  • ২০২৪ সালে মৃত্যুদণ্ড হল মোট ৩০৩ জনের।
Advertisement