shono
Advertisement

Breaking News

সুজাতার পথেই সৌমিত্র, ভোট প্রচারে বেরিয়ে সোজা সেলুনে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী!

বিজেপি প্রার্থীকে খোঁচা তৃণমূলের।
Posted: 03:55 PM Mar 28, 2024Updated: 03:55 PM Mar 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে বেড়িয়ে সোজা সেলুনে ঢুকে এক যুবকের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। এবার সেই সেলুনেই ঢুঁ মারলেন সুজাতার প্রাক্তন স্বামী বিজেপির সৌমিত্র খাঁ। চুল না কাটলেও ওই সেলুনে বেশ কিছুক্ষণ ছিলেন সুজাতার প্রাক্তন স্বামী। রীতিমতো আড্ডার মেজাজে দেখা যায় তাঁকে।

Advertisement

ভোটের দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকলেই চেষ্টা করছেন আমজনতার সঙ্গে মিশে যাওয়ার। কেউ চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন। কেউ আবার মোমো বানাচ্ছেন। সম্প্রতি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে সোজা ঢুকে পড়েছিলেন সেলুনে। সেই সময় দোকানে বসে এক যুবক চুল কাটাচ্ছিলেন। সুজাতা সেলুনে ঢুকে সোজা সেখানকার কর্মীদের হাত থেকে কাঁচি নিয়ে যুবকের চুল কাটতে শুরু করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল। এসবের মাঝে বৃহস্পতিবার প্রচারে ওই সেলুনেই ঢুকে পড়লেন সৌমিত্র।

[আরও পড়ুন: ‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’, অধীরের কমিশন ‘বাউন্সারে’ সপাট ‘পুল শট’ ইউসুফের]

নিশ্চয়ই ভাবছেন, তিনিও কি চুল কেটে দিলেন? না তেমনটাই নয়। এদিন সেলুনে বসে দীর্ঘক্ষণ আড্ডা দেন সৌমিত্রবাবু। এই ছবি ছড়িয়ে পড়তেই বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন স্ত্রীকে অনুসরণ ও অনুকরণ করছেন সৌমিত্র। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ সৌমিত্র। তাঁর কথায়, কোতুলপুর তাঁর এলাকা। সেখানে তাঁর ভোট চাইতে হয় না।

[আরও পড়ুন: নোটের বিছানায় শুয়ে সুখনিদ্রা! অসমে বিজেপির শরিক দলের নেতার ছবি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement