স্টাফ রিপোর্টার: মঙ্গলবারের মুম্বই সিটি মহারণ হওয়ার কথা ছিল লাল হলুদের ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু না। মুম্বই সিটির বিরুদ্ধেও আরও এক বিপর্যয়ের স্বাদ পেল এসসি ইস্টবেঙ্গল। ০-৩ হেরে এই মুহূর্তে আইএসএলের লাস্ট বয় রবি ফাউলারের দল। ম্যাচ শেষে স্বভাবতই লাল হলুদের কোচের মুখে হতাশার ছাপ। হারের কারণ হিসাবে দলের ভারতীয় ফুটবলারদের কাঠগড়ায় দাঁড় করালেন ফাউলার।
লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি কোচের বিস্ফোরক দাবি, দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের দেখে মনে হচ্ছে তাঁদের নাকি কেউ কোনওদিন আগে কোচিংই করায়নি। ফাউলার বললেন, “ভারতীয় ফুটবলারদের আরও দায়িত্ব নিতে হবে। কয়েকজন ভারতীয় ফুটবলারদের দেখে মনে হচ্ছে আগে কোনওদিন কেউ তাদের কোচিং করায়নি।” কথাগুলো বলার সময় ফাউলার তখন গুরুগম্ভীর। এসসি ইস্টবেঙ্গলের হেডস্যারের শরীরী ভাষায় পরিষ্কার, দলের ভারতীয় ফুটবলারদের ছন্নছাড়া পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি।
[আরও পড়ুন: গোলের একাধিক সুযোগ নষ্টের খেসারত, মুম্বইয়ের কাছে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল]
শুধু ভারতীয় ফুটবলারদের সমালোচনায় বিদ্ধ করা নয়। দলের নড়বড়ে রক্ষণও হারের পিছনে দায়ী জানালেন ফাউলার। বললেন, “মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে সব সময় রক্ষণাত্মক দিক দিয়ে অনেক আঁটসাঁট থাকতে হয়। আমরা সেটা পারিনি। মুম্বই দুটো তিন গোল করেছে। তার মধ্যে দুটো আমাদের রক্ষণের ভুলে। রক্ষণে থাকা ফুটবলাররা অযথা বেশি পাস খেলতে গিয়ে বিপক্ষকে বল পজেশন নেওয়ার সুযোগ করে দিচ্ছিল।”
দলের ফর্ম ছাড়াও আবার ফাউলারের চিন্তা বাড়াবে লাল হলুদের অধিনায়ক ড্যানি ফক্সের চোট। প্রথমার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন ফক্স। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে আগামী শনিবার নর্থইস্টের বিরুদ্ধে ফক্স মাঠে নামবেন কি না। ডার্বি হারের মতো ফের এ দিনও ফাউলারের দাবি, দলকে সেট হওয়ার সময় দিতে হবে।
এদিকে, মুম্বইয়ের এমন বিধ্বংসী দলের পিছনে অন্যতম কারণ হুগো বুমাস। একার হাতেই যিনি লাল হলুদ রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন। দুটো অ্যাসিস্ট দিয়ে ম্যাচের নায়ক হলেন হুগো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হুগো বললেন, “দল তিন গোল দিয়েছে। ক্নিনশিট রেখেছে। সেই কারণেই আমি খুশি। আমার নিজের পারফরম্যান্সের থেকেও বেশি জরুরি দলের জেতা। টানা দুটো ম্যাচ জিতে দারুণ লাগছে।” আবার জোড়া গোল করে অ্যাডাম লে ফন্দ্রে বললেন, “আমি সঠিক সময় সঠিক জায়গায় ছিলাম। দুটো গোল করতে পেরে আমার আত্মবিশ্বাস আরও বাড়ল। আশা করছি এই ফর্ম ধরে রাখব।”